সিরিয়ার উপকূলে রুশ জঙ্গিবিমান বিধ্বস্ত
সিরিয়ার উপকূলীয় এলাকায় প্রশিক্ষণ অভিযানে অংশ নেয়া রাশিয়ার একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমধ্যসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভে আজ (সোমবার) একটি মিগ-২৯ নামার সময় বিধ্বস্ত হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে রণতরীর কয়েক কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে পাইলটকে উদ্ধারকারীরা রণতরী কুজনেৎসভে ফেরত আনে। তিনি সুস্থ রয়েছেন এবং ভবিষ্যৎ মিশনে অংশ নিতে পারবেন বলে রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
রাশিয়ার বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিচ্ছে এবং সেখান থেকে সিরিয়ার ওপর নজরদারি করা হচ্ছে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযানে লিপ্ত রয়েছে এবং ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলা চালিয়ে আসছে। রুশ বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি সেনারা এরইমধ্যে দেশটির বহু এলাকা সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন