সিলেটে কলেজছাত্রীকে কুপিয়েছে কথিক প্রেমিক
সিলেট মহিলা কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে তার কথিক প্রেমিক।
সোমবার খাদিজা বেগম নার্গিস (২৩) নামে ওই শিক্ষার্থীকে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে আহত করে তার কথিত প্রেমিক বদরুল।
পুলিশ জানায়, খাদিজা বেগম নার্গিস ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে পরীক্ষা দিয়ে বেরোনোর পর বদরুল তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় অন্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে।
একই সঙ্গে খাদিজাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে শিক্ষার্থীদের হাত থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় পুলিশ।
সিলেট নগরীর শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বলেন, খাদিজার সঙ্গে বদরুলের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বদরুল আজ বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়েছে।
তিনি জানান, আটককৃত বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন