সিয়াটের বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় কোহলি
পুরস্কারটা প্রতি বছর দেওয়া হয়। বেশ জনপ্রিয় ও মূল্য রাখা পুরস্কার। সিয়াটের সেই পুরস্কার বিতরণী রাতে উপস্থিত থাকতে পারেননি বিরাট কোহলি। তবে তিনিই হয়েছেন সিয়াটের বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। সোমবার মুম্বাইয়ের এই জমজমাট রাতে পুরস্কার উঠেছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস, মার্টিন গাপ্টিল, ভারতের রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, সাবেক অধিনায়ক দিলিপ ভেংসরকারের হাতেও।
ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি। সেই ফরম্যাটে দারুণ ধারাবাহিক কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া আসরে সমান উজ্জ্বল তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মাত্র শেষ হওয়া আইপিএলের অরেঞ্জ ক্যাপ জিতেছেন ১৬ ম্যাচে ৯৭৩ রান করে। সিয়াটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তারই।
৬০ বছরের ভেংসরকার ১১৬ টেস্টে ১৭ সেঞ্চুরিতে ভারতের পক্ষে করেছিলেন ৬৮৬৮ রান। সেঞ্চুরির হ্যাটট্টিকও করেছিলেন। ছিলেন ১৯৮৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তাকে সিয়াট দিয়েছে আজীবন সম্মাননা।
ইংলিশ ব্যাটসম্যান জো রুট ক্রিকেটের তিন সংস্করণেই গেলো এক বছরে অন্যতম সফল। সিয়াট ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার তার। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ভারতের সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জিতেছেন বর্ষসেরা বোলারের পুরস্কার। ভারতের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে রোহিতের হাতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন রাহানে। ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরি তার। রাহানে জিতেছেন বিশেষ পুরস্কার। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন কেন উইলিয়ামসন। ওয়ানডের সেরার পুরস্কার মার্টিন গাপ্টিলের। ভারতের ঘরোয়া বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্রেয়াশ আয়ার। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার রিশভ পান্তের।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন