বুধবার, জুলাই ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সীমান্তে ঢুকে পড়ার পর ভারতীয় সেনার চোখ রাঙানিতে শেষ পর্যন্ত পিছু হটেছে চীনের সেনা

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্তের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মধ্যে ঢুকে পড়েছিল চীনের সেনা বাহিনী। চলতি মাসের প্রথম দিকে অরুণাচল প্রদেশের পাম পোস্ট এলাকার ৪৫ কিলোমিটারের মধ্যে চীনের ড্রাগন সেনা ঢুকে পড়ে শিবির স্থাপন করে সামরিক মহড়া দিচ্ছিল। পরে ভারতীয় সেনার চোখ রাঙানিতে শেষ পর্যন্ত পিছু হটেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, অরুণাচলের অনজো জেলার মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে ড্রাগন সেনার একটি দল। শুধু তাই নয়, সেখানে তারা একটি আস্তানাও গড়ে ফেলে এবং দাবি শুরু করে, পাম পোস্ট এবং তার আশপাশের এলাকা চীনের সীমানার মধ্যে পড়ে। নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় ৪৫ কিলোমিটার ভিতরে ঢুকে চীনের সেনা ওই আস্তানা গড়েছিল। এ খবর পেয়ে ভারতীয় সেনা গিয়ে হাজির হয়। নিয়ন্ত্রণরেখার মধ্যে ৪৫ কিলোমিটার ভিতরে ঢুকে এসে, কেন আস্তানা গড়েছে চীন, সে বিষয়ে প্রশ্ন শুরু করে ভারতীয় সেনা। কিন্তু ভারতীয় সেনার চোখ রাঙানিতে শেষ পর্যন্ত পাম পোস্ট এলাকা ছেড়ে চলে যায় চীনের সেনা। কিন্তু ওই এলাকা বলে দাবি শুরু করে তারা।

স্থাানীয়দের বরাতে পত্রিকাটি জানায়, প্রতি বছরই কমপক্ষে ২-৩ বার ওই এলাকায় চীনা সেনা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু এ বছরই প্রথম ড্রাগন সেনা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের সীমানার প্রায় ৪৫ কিলোমিটার এলাকার ভিতরে ঢুকে পড়ে। যা নিয়ে স্থানীয়রাও চিন্তায় পড়ে যান।

গত ৯ সেপ্টেম্বর পাম পোস্ট এলাকায় ঢুকে পড়ে চীনা বাহিনী । এরপর ১৩ সেপ্টেম্বর ওই এলাকা ছেড়ে চলে যায় তারা। ১৪ সেপ্টেম্বর ভারত এবং চীনের সেনার মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের আগেই ওই অঞ্চল ছেড়ে চীনের সেনারা চম্পট দেয় বলে জানায় ওয়ান ইন্ডিয়া।

অন ইন্ডিয়া জানায়,লাদাখে চীনের দিকে তাক করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পর থেকেই বেজিংয়ের কপালে ভাঁজ পড়তে শুরু করে। ভারতের ওই ক্রুজ মিসাইল বেজিংয়ের চিন্তা বাড়িয়ে দিচ্ছে বলে দাবি করা হয়। কিন্তু লাদাখ থেকে ব্রহ্মস সরানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় ভারতীয় সেনা। আর তারপরই ভারতের দিকে তাক করে তিব্বত প্রদেশের যুদ্ধ বিমান মোতায়েন করে চীন। ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের জেরে তিব্বত এবং ইউনান প্রদেশের মনুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছিল, তা কাটাতেই ভারত সীমান্তে ওই যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে স্পষ্ট জানিয়েছে বেজিং।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের