বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুপ্রিম কোর্টে ডিজিটাল কার্যতালিকা, বিরোধিতায় আইনজীবীরা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কাগজের মাধ্যমে প্রকাশিত প্রতিদিনকার কার্যতালিকা (কজলিস্ট) আগামী ১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে। এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কজলিস্ট প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের বিরোধিতা করে তা বন্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

গত ১২ অক্টোবরে প্রধান বিচারপতির নেওয়া এ সিদ্ধান্ত বাতিল করতে প্রধান বিচারপতিকে এরই মধ্যে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তাদের মতে, প্রধান বিচারপতির এ সিদ্ধান্তের ফলে নানা ধরনের সমস্যা তৈরি হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এখনো অধিকাংশ আইনজীবী ইন্টারনেট ব্যবহার করতে পারে না। আদালতের মামলার কার্যতালিকা দেখে আইনজীবীদের সহকারীরা। তাঁরা ইন্টারনেট ব্যবহারে দক্ষ নয়। অনলাইনে প্রকাশ করা হলে এসব আইনজীবীর সহকারী কার্যতালিকা বুঝতে পারবে না। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু তিনি আমাদের পরামর্শ গ্রহণ করেননি।’

এ ছাড়া এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবারা। তাঁদের মতে, আরো সময় নিয়ে আইনজীবী, অফিস সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে কজলিস্ট ওয়েবসাইেট প্রকাশ করা হলে ভালো হতো।

তবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান, গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে কার্যতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত তিন মাস পরীক্ষামূলকভাবে এটি প্রকাশের পর ১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এতে করে বছরে সরকারি প্রায় ২১ কোটি টাকা সাশ্রয় হবে।

রেজিস্ট্রার জেনারেল আরো বলেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটকে আরো সমৃদ্ধ, উভয় বিভাগের কাযর্তালিকা অনলাইনে প্রদর্শনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি-সংক্রান্ত তথ্য ও সংবাদ এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কজলিস্ট-সংক্রান্ত যাবতীয় কার্যাদি পরিচালনার জন্য মনিটিরিং কমিটি কাজ করে যাচ্ছে। অনলাইনে চালু হলে একদিকে যেমন সরকারের বছরে প্রায় ২১ কোটি টাকা সাশ্রয় হবে, অন্যদিকে বিচারপ্রার্থীরা বিচার অঙ্গনে না এসে ওয়বেসাইটে থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে মামলার সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে করে বিচারপ্রার্থীদের নিজ মামলার শুনানি বিষয়াদি প্রয়োজনমতো ওয়বেসাইটে থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ‘বিচারব্যবস্থায় আরো গতিশীলতা এবং ডিজিটালাইজড করার অংশ হিসেবে প্রধান বিচারপতির একান্ত উদ্যোগে এ কার্যক্রম চালু করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছাপানো কজলিস্ট বাদ দিয়ে পুরোপুরি অনলাইন কজলিস্ট চালু করা।’

সরেজমিনে জানা যায়, সুপ্রিম কোর্টের বেঞ্চে ও ডিক্রি সেকশনের সামনে প্রতিদিন আইনজীবীদের সহকারীরা লাইন ধরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের প্রতিদিনের ছাপানো কজলিস্ট সংগ্রহ করেন। আগের দিন সন্ধ্যা ৭টার মধ্যে বেঞ্চ অফিসাররা পরের দিন কোর্টের কার্যতালিকার খসড়া পাঠিয়ে দেন বেঞ্চ ও ডিক্রি শাখায়। পরে সেগুলো শাখার সুপারনিটেনডেন্ট রাত ৮টার মধ্যে পাঠিয়ে দেন বিজি প্রেসে। সকালের মধ্যে ছাপা হয়ে যায় লিগ্যাল সাইজের প্রায় ৪০০ পৃষ্ঠার কজলিস্ট। একই সঙ্গে তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরের দিন এ কজলিস্ট ধরে চলে কোর্টের কার্যক্রম।

এরই মধ্যে হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার (জেলা জজ) বেগম হোসনে আরা আক্তারের নেত্বত্বে মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত রেজিস্ট্রার এস এম এরশাদুল আলম, ডেপুটি রেজিস্ট্রার আজিজুল হক, গবেষণা ও তথ্য কর্মকর্তা শামীম সুফী এবং বেঞ্চ ও ডিক্রি শাখার সহকারী রেজিস্ট্রার বেগম মহোনাজ সিদ্দিকী।

অনলাইনে কার্যতালিকায় সুবিধা

অনলাইনে কজলিস্টে চালু হলে ইচ্ছা করলেই যেসব কোর্টের কজলিস্ট প্রয়োজন, সেগুলো ওয়েব থেকে প্রিন্টিং করে নিতে পারবেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। এ ছাড়া স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে কজলিস্ট দেখা যায়। সেইভাবে সফটওয়্যার এবং অ্যানড্রয়েড অ্যাপ ডিজাইন করা হয়েছে। কোন মামলা কী অবস্থায় আছে, তাও কার্যতালিকায় দেখা যাবে। এতে আইনজীবী সহকারী ও সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা বিচারপ্রার্থীর কাছ থেকে উৎকোচ নিতে পারবেন না।

ওয়েবসাইটটি সব সময় সচল রাখাতে সার্ভার যাতে ডাউন না হয়, সে জন্য ব্যাকআপ সার্ভার রাখা, সাবমেরিন কেবল কেটে গেলেও অনলাইন কজলিস্ট যাতে ইনপুট দেওয়া যায়, সে জন্য স্যাটেলাইট বেজড ইন্টারনেট কানেকশনের ব্যাকআপ রাখা ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরই মধ্যে আইসিটি মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হার্ডওয়্যার সাপোর্ট দেওয়ার জন্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরের এ টু আই প্রজেক্ট থেকে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার জন্য এরই মধ্যে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।

অর্থ সাশ্রয়

সুপ্রিম কোর্টের প্রতিদিনের জন্য একটি কজলিস্ট ছাপতে খরচ হয় ৩৫০ থেকে ৫০০ টাকা। ছাপা হয় প্রায় দুই হাজার ৬০০টি। কিন্তু এটির গুরুত্ব যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই। দিন ফুরোলেই আবার নতুন কজলিস্ট ছাপার কার্যক্রম শুরু হয়ে যায়। আর প্রায় ৪০০ পৃষ্ঠার কাগজের নথিগুলো কেজি হিসেবে বিক্রি হওয়ার জন্য অপেক্ষ করতে থাকে।

আগের দিন রাতের মধ্যে সংশ্লিষ্ট কোর্টের বেঞ্চ অফিসাররা পরের দিনের কার্যতালিকার খসড়া পাঠিয়ে দেন বেঞ্চ ও ডিক্রি শাখায়। রাত ৮টার মধ্যে পাঠিয়ে দেন বিজি প্রেসে। বিজি প্রেসে কজলিস্ট ছাপার কাজ হয়, তাদের বেতন এবং অতিরিক্ত সময় কাজের (ওভারটাইমের) হিসাব বাদ দিয়েই বছর শেষে এ বাবদ খরচ দাঁড়ায় প্রায় ২০ কোটি ৭০ লাখ টাকা।

কিন্তু আইনজীবীদের কাছ থেকে এ বাবদ প্রতিবছর চাঁদা আদায় করা হয় মাত্র দুই হাজার ৫০০ টাকা। এতে করে মোটা অঙ্কের টাকা সরকারকে ভর্তুকি দিতে হয়। এ অবস্থায় বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারকাজ গতিশীল করতে এই উদ্যোগ নেন। এতে প্রতিবছর গড়ে সরকারের ২১ কোটি টাকা সাশ্রয় হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল