রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সুরেশ রায়না যা বলতে চান..

স্বাভাবিকভাবেই ভারতীয় সংবাদমাধ্যমে চলছে কাটাছেঁড়া। ধেয়ে আসছে সমালোচনার তির। মানতে পারছে না ভারতীয় সমর্থকেরাও। কিন্তু সুরেশ রায়না বলছেন, এক ম্যাচ হেরেই ‘জাত গেল জাত গেল’ রব তোলার কোনো কারণ নেই। এখনো ভারত অনেক ভালো দল। আর সেটা তাঁরা প্রমাণ করে দিতে চান বাকি দুই ম্যাচেই।

বাংলাদেশকে যেন একটা প্রচ্ছন্ন হুমকিই দিলেন ভারতীয় ব্যাটসম্যান। বিসিসিআই টিভিকে রায়না বলেন ‘দিনে দিনে তাদের (বাংলাদেশ) উন্নতি হচ্ছে। তবে আমরাও অন্য পর্যায়ের দল। আজ (গতকাল) আমরা ভালো খেলিনি। এখনো দুটো ম্যাচ বাকি। দাপটের সঙ্গে ফিরে আসতে আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এক ম্যাচ হেরেই আমরা খারাপ দল হয়ে যাইনি। রবি ভাই (শাস্ত্রী) মাত্রই বলেছেন, লড়াই করে ফিরে এসেই নিজেদের জাত চেনাতে হবে।’

ভারতকে ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। এর পরই বিপর্যয়। ৩৩ রানেই ফিরে গেলেন ৫ ভারতীয় ব্যাটসম্যান। তখনই জয় দেখতে পাচ্ছিলেন মাশরাফির। এর পর বাংলাদেশের স্বপ্ন ও স্বপ্নপূরণের মাঝে খানিকক্ষণ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রায়না। রবীন্দ্র জাদেজাকে নিয়ে ষষ্ঠ উইকেটে তুলেছিলেন ৬০ রান। কিন্তু মুস্তাফিজুর রহমানের দাপুটে বোলিংয়ে সেই প্রতিরোধটুকুও ভেঙে চুরমার!

রায়না অবশ্য মেনে নিচ্ছেন, ‘তারা প্রতিটি বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) আমাদের হারিয়েছে।’ ৬৩ রানে সেট ব্যাটসম্যান রোহিত ও ৪০ রানে থিতু হওয়া রায়নাকে ফিরিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন মুস্তাফিজ। রায়না নিজেদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বললেন, ‘এর পরও বলব, মুস্তাফিজ যে পাঁচ উইকেট নিয়েছে, সেগুলো স্লোয়ার বলে। আমাদের সেট ব্যাটসম্যানদের ফিরিয়েছে। প্রথম রোহিত, পরে আমি। যখন রবীন্দ্র জাদেজা এবং আমি ব্যাটিং করছিলাম, মনে হচ্ছিল জুটিটা যদি পাঁচ কিংবা আরও কয়েক ওভার বেশি টেনে নিয়ে যেতে পারি, তাহলেও জিততে পারব।’

মূল নায়ক মুস্তাফিজ হলেও রায়না মনে করেন ম্যাচের ছবি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আরেক তরুণ তাসকিন আহমেদের। ৬ ওভারে ২১ রানে পেয়েছেন ২ উইকেট। তবে উইকেটের বিচারে তাসকিনকে মূল্যায়ন করা যাবে না। শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে ফিরিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটো ব্রেক-থ্রু এনে দিয়েছেন এ ডানহাতি পেসারই। রায়না তাই বললেন, ‘আমাদের তাড়া করে জেতা উচিত ছিল। বিশেষ করে আমাদের যে ব্যাটিং লাইনআপ। তবে শিখর ও বিরাটকে ফিরিয়ে তাসকিন তাদের যে দুটো ব্রেক-থ্রু এনে দিয়েছিল, তাতেই ম্যাচের চেহারা বদলে গিয়েছে। এরপর আমি আর জাদ্দু (জাদেজা) ছাড়া আর ভালো কোনো জুটি গড়তে পারিনি। এটিই আমাদের ভুগিয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের