সেন্সরে জমা পড়েছে শিশুতোষ চলচ্চিত্র জল শ্যাওলা

সেন্সরে জমা পড়েছে টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজিত শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’। আজ সোমবার (১০ জুলাই) ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা জেসমিন আক্তার নদী।
নির্মাতা জানান, ‘আজ ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছি। আশা করি সবকিছু ঠিক থাকলে আসছে আগস্ট মাসেই ছবিটি মুক্তি দিতে পারবো। ছবির প্রতিটি চরিত্রের রূপকের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত ও শোষিত শ্রেণির মানুষের গল্প বলার চেষ্টা করা হয়েছে। শিশুতোষ চলচ্চিত্র হিসেবে এটি সবার দৃষ্টি কাড়বে বলে আশা করছি।’
টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রথম সিনেমা এটি। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক সায়মন সাদিক ও নবাগতা নায়িকা মানসী প্রকৃতি।
আসাদুজ্জামান বাবলুর গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। ছবিটিতে আরও অভিনয় করেছেন রেহেনা জলি, মাসুম আজিজ, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, জান্নাত, মাস্টার ইমন, রাজু অনিক, লিনা আহামেদ, তানভীর প্রমুখ।
গেল জানুয়ারিতে ‘জল শ্যাওলা’ সিনেমার শুটিং শুরু হয় বিক্রমপুরে। এতে মোট তিনটি গান থাকছে। সংগীত পরিচালনা করেছেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন এবং জিয়াউদ্দিন আলম।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন