সেমিফাইনাল নিয়ে ভাবছেন না সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টেনের দুটি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচে জয়ের পাশাপাশি গাণিতিক হিসেব নিকেশের মাধ্যমেই সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ!
তবে এই মুহূর্তে সেমিফাইনাল নিয়ে ভাবছেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তার মতে, দলের চিন্তায় এখন পরবর্তী ম্যাচ। এখন সেখানেই মনোযোগ দিতে চান এই বাঁ-হাতি অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানান তিনি।
সেমিফাইনাল প্রসঙ্গে সাকিব বললেন, ‘গাণিতিকভাবে সম্ভব। আমরা সবাই জানি এখন বাস্তবতা কি। তবে এখান থেকে সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন। এর থেকে বড় কথা হচ্ছে, আমরা কালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি এই মুহূর্তে। এরপরই আমরা আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করবো।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং-বোলিং মোটামুটি হলেও ফিল্ডিং ছিল যাচ্ছে তাই। সাকিব মনে করেন একটি-দুইটি ম্যাচে ফিল্ডিং খারাপ হতেই পারে। তবে পরের ম্যাচগুলোতে ফিল্ডিং ভালো করার দিকে মনোযোগী হতে হবে বলে জানান বাংলাদেশ দলের এই সহ অধিনায়ক।
বললেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবগুলো ক্যাচ ধরতে চাই, ফিল্ডিংয়ে রান সেভ করতে চাই। আমরা গতকাল (সোমবার) ফিল্ডিং ঠিকমতো করতে পারিনি। এটা হতাশাজনক। আমাদের দলে অসাধারণ কিছু ফিল্ডার রয়েছে। আশা করছি সোমবার যেসব ভুলগুলো হয়েছে সেগুলো সামনের ম্যাচে না করতে। আমাদের দল শেষ কয়েক ম্যাচেই বেশ ভালো ফিল্ডিং করে আসছে। একটি-দুটি ম্যাচে খারাপ ফিল্ডিং হতেই পারে, ভালো ফিল্ডারও একটি ক্যাচ মিস করতে পারে। তারপরও পরাজয়ের জন্যে এটাকে অজুহাত বানাতে চাই না।’
বোলিং লাইনআপে কোনও পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমরা বোলিংয়ে খুব একটা ভুল করেছি বলে মনে হচ্ছে না। হয়তো ছোট ছোট কিছু ভুল থাকতে পারে। আমরা যদি এগুলো ঠিক করতে পারি তাহলে ভালো একটি দল হয়ে মাঠে নামতে পারবো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭০-১৮০ রান হলে খেলাটা ভিন্ন রকম হতে পারতো। আমার কাছে মনে হয়, ওভারঅল আমাদের বোলিংটা ভালোই ছিল। ফিল্ডিংয়ে আমরা যে মানের, সেই মানটা ধরে রাখতে পারিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে আমার কাছে মনে হয় না, এটা নিয়ে চিন্তার কিছু আছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন