সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৭

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে সেলফি তুলতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আরো সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ৬টার দিকে নাগপুরের অমরাবতী রোডের ভেনা বাঁধ লেকে এই দুর্ঘটনা ঘটে।
নৌকাডুবির পরপরই গতকাল তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁরা সবাই মারা গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বন্ধুর জন্মদিন পালনের জন্য রোববার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গোদাবরি নদীর পাশে ভেনা বাঁধ লেকে কয়েকজন যুবক একটি নৌকা ভাড়া করেন। তাঁদের মধ্যে তিনজন যুবক নৌকা চালাচ্ছিলেন। ওই সময় নৌকার মধ্যে বসেই এক যুবক ফেসবুক লাইভে অংশ নেন।
কলামেশ্বর এলাকায় নৌকাটি লেকের মাঝামাঝি যাওয়ার পর ওই যুবকরা গ্রুপ সেলফি তোলার জন্য নৌকার একপাশে চলে আসেন। এতে হঠাৎ করেই নৌকাটি ডুবে যায়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার পর পরই তিনজনকে জীবিতসহ একজনের লাশ উদ্ধার করা হয়। নৌকাটিতে ১১ জন ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে নাগপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরেশ ভৌয়াত জানান, ওই যুবকরা পিকনিক করার জন্য একটি মাছধরা নৌকায় চেপে লেকের মধ্যে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার কাজে দুটি দলকে নামানো হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীরও সাহায্য চাওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন