সৈয়দপুরে রানওয়েতে কাত হয়ে পড়ল যাত্রীবাহী বিমান
সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়েতে কাত হয়ে পড়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। শুক্রবার সকালে ৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি সৈয়দপুরে এসে নামে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি অবতরণ করার পর নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের মূল ট্র্যাক থেকে সরে যায় এবং কিছুদূর গিয়ে ধান খেতের পাশে সামান্য কাত হয়ে থেমে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইউএস বাংলার সৈয়দপুর ইনচার্জ রাকিব মুস্তাকিন জানান, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তাদের সরিয়ে নেওয়া হয়েছে। দূর্ঘটনার পর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়। বিমানটিকে উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৭ টার দিকে বিমানটি ঢাকা থেকে সৈয়দপুরে আসে। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে যায়। খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে এটা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি জানান, দূর্ঘটনার তিন ঘণ্টা পর বিমানবন্দরে বিমান উঠানামা শুরু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন