‘ব্ল্যাক’ নিয়ে সোহমকে যা বলেছেন মিম!
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ। আসছে ২৭ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিতে তিনা চরিত্রে অভিনয় করেছেন মিম ও বুলেট চরিত্রে সোহম। গেল ৩০ অক্টোবর ‘হালকা হালকা’ শিরোনামে ছবির একটি গান মিম ইউটিউবে আপলোড করেন। মুক্তির পাঁচ দিন পরেই গানটির দর্শক এক লাখ ৩২ হাজারের ওপর ছাড়িয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শান ও অন্বেষা।
গানটির জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়ে খুশি যেমন হয়েছেন মিম, অবাকও হয়েছেন তিনি। কারণ, তাঁর ভক্তরা এখন শুধু এই গানটিরই প্রশংসা বেশি করছেন।
গানের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল—প্রশ্ন করতেই মিম বলেন, ‘আমরা ব্যাংককে গানটির দুদিন শুটিং করেছি। সূর্য ডোবার আগে শুটিং আমাদের শেষ করতে হয়েছে। তাই দুই দিনই কাজের একটু তাড়া ছিল। সব মিলিয়ে বলব, আমার অভিজ্ঞতা চমৎকার।’
গানের শুটিংয়ে কোনো মজা হয়েছে কি? উত্তরে মিম হেসে বললেন, ‘হয়েছে তো! একটা শটে ছিল, গানে আমি ঘোড়ার গাড়ির ওপরে বসে আছি আর সোহম ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। এ দৃশ্যটি একবারে করা সম্ভব হয়নি। সম্ভবত পঞ্চমবারে শটটি ওকে হয়েছিল। এর কারণ হলো সোহমের উচ্চতাভীতি আছে। আমরা খুব উঁচুতে শুটিং করছিলাম। তাই ভয় পাচ্ছিলেন সোহম। আর দ্বিতীয় কারণ, ঘোড়া যখন সোহম টানতে শুরু করেন, তখনই ঘোড়া বেঁকে বসে। আমরা তখন বেশ মজা পেয়েছিলাম। প্রচণ্ড গরমে আমরা কাজটা শেষ করেছি। তবে গানটা ভালোমতো শেষ করার পর সবারই ভালো লেগেছে।’
https://youtu.be/t_zdyObhnzM
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন