সৌদিতে চলতি বছরে ১০ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু
চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ১০ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের আইটি বিভাগের সিনিয়র অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন মঙ্গলবার জানান, মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্য মক্কায় সাতজন আর মদিনায় তিনজন মারা যান।
মৃতরা হলেন— মনিকা মুস্তারি আরজু (৪৩), পাসপোর্ট নং বি ই ০২২১৪৯৭, বাড়ি বগুড়া জেলায়। লায়লা বেগম (৭২), পাসপোর্ট নং এ ডি ৩৯৭১১৯৩, বাড়ি চট্টগ্রাম জেলায়। মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), পাসপোর্ট নং বি ই ০৬৫৭২৭১, বাড়ি গাইবান্ধা জেলায়। মোহাম্মদ আফজান হোসেন (৭৯), পাসপোর্ট নং বি ই ০৭৫০৫৪২, বাড়ি নওগাঁ জেলায়। মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), পাসপোর্ট নং বি এ ০৯৮৬৩৭৮, বাড়ি যশোর জেলায়। মোহাম্মদ গাজী রহমান (৭৭), পাসপোর্ট নং বি ই ০৩১৮৯৯৭, বাড়ি কুমিল্লা জেলায়। মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), পাসপোর্ট নং বি ই ০৪৩২৯২৫, বাড়ি শেরপুর জেলায়। মোহাম্মদ আমবার আলী (৫২), পাসপোর্ট নং বি ই ০২৪৬১৫৯, বাড়ি দিনাজপুর জেলায়। মীর লিয়াকত আলী (৬১), পাসপোর্ট নং বি এফ ০২৫৮৫২০, বাড়ি ঢাকার শাহজাহানপুরে। সফিকুল ইসলাম (৬৫), পাসপোর্ট নং বি ই ০৬৫৫০৯৪, বাড়ি কুমিল্লা জেলায়।
লাশ দাফনের ব্যাপারে জানতে চাইলে মঈন উদ্দিন বলেন, ‘সাধারণত মৃত হজযাত্রীদের লাশ দেশে ফেরত পাঠানো হয় না। যারা মক্কায় মৃত্যুবরণ করেন তাদের মক্কায় আর যারা মদিনায় মৃত্যুবরণ করেন তাদের মদিনাতেই দাফন করা হয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন