সৌদিতে মৃত্যুর পরেও মেয়েকে ক্ষমা করলেন না মা
সৌদিতে সম্প্রতি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মেয়ের মৃত্যুর পর তার মুখটা শেষবারের মত দেখতে চাইলেন না মা। মেয়ের অপরাধ তিনি তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন। আর এ কারণেই মেয়েকে কখনওই ক্ষমা করতে পারেননি তার মা। এমনকি মেয়ের মৃত্যুর পরেও তাকে ক্ষমা করলেন না ওই নিষ্ঠুর মা।
মেয়ের মৃত্যুর পরও তিনি মেয়ের বাড়িতে যাননি। আর একারণেই আত্মীয়-স্বজনরা মিলে সিদ্ধান্ত নেন যে মেয়ের লাশ কফিনে করে মায়ের কাছে নিয়ে আসা হবে যেন তিনি শেষবারের মত নিজের সন্তানকে একটু দেখতে পান। কিন্তু মা তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়লেন না। তিনি কিছুতেই তার মেয়ের কফিনের কাছে গেলেন না।
স্থানীয় পত্রিকা ডেইলি ওকাজ জানিয়েছে, মায়ের ইচ্ছার বিরুদ্ধে মেয়ে এক বয়স্ক লোককে বিয়ে করেছিলেন। আর এতেই খুবই কষ্ট পেয়েছিলেন ওই মা। তিনি তার মেয়ের প্রতি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। তাকে ক্ষমা করতে পারেন নি। তবে সবার ধারনা ছিল মেয়ের মৃত্যুর পর সব রাগ অভিমান ভুলে যাবেন মা। কিন্তু সবার ধারনা ভুল ছিল। ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যুর খবর জানতে পেরেও মেয়ের কাছে ছুটে যাননি মা। তবে মৃত্যুর সময় ওই নারীর বয়স কত হয়েছিল তা জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন