স্কুলভ্যানে যৌন হয়রানির শিকার হচ্ছে শিশুরা

স্কুলভ্যানে ছেলে-মেয়ে নির্বিশেষে যৌন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলভ্যানে যাওয়া-আসা করা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুরা জানছেও না প্রতিনিয়ত তাদের সঙ্গে কি ঘটছে।
আর স্কুল কর্তৃপক্ষ একেবারেই বিষয়টি সম্পর্কে অবগত নয়। কারণ এসব ভ্যান কিভাবে পরিচালনা করা হচ্ছে তা নিয়ে নেই কোনও মনিটরিং ব্যবস্থা।
মিরপুরের নাম করা একটি স্কুলের শিক্ষার্থী নায়লা(ছদ্মনাম)। মা-বাবা চাকরিজীবী। তাই তাকে স্কুলে আনা-নেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে স্কুলভ্যানের।
বাসার সামনে থেকে ভ্যান এসে নিয়ে যায় দিয়ে এবং স্কুল শেষে নামিয়ে দিয়ে যায়। বন্ধুরা সবাই একসঙ্গেই আসা-যাওয়া করে। কোনও ছুটির দিনে মা স্কুলে নিয়ে যেতে চাইলে সে জিদ করে ভ্যানে যাওয়ার জন্য।
মায়ের মনে সন্দেহ হলে তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখেন। বন্ধুদের সঙ্গে নিয়ে ঘোরা এবং খেলার ছাড়াও মা বের করেন আতঙ্কিত হওয়ার মতো তথ্য।
তিনি দেখেন, মেয়েদের বহনকারী ভ্যানের চালক রোজই চকলেট দেয় তাদের। সামনে কোনও গাড়ি পড়লে হিরো হয়ে দ্রুত গাড়ি চালায়। আবার সেটা নিয়ে গল্পও করে।
এমনকি বাজে ভাষায় এমন কিছু শব্দ উচ্চারণ করেন যেগুলোর মানে এই শিশুরা জানে না। কিন্তু শব্দগুলো শেখে। একপর্যায়ে মা বুঝতে পারেন মেয়ের শারিরীক গড়ন দ্রুত বদলে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাহাত্তরের সংবিধান অবৈধ, এটি প্রণয়ন করেছিলেন পাকিস্তানের গণপরিষদের সদস্যরা’
পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যরা বাহাত্তরের সংবিধান প্রণয়ন করেছিলেন তাই এটিবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২: চতুর্থ দিন রাতেও উৎসুক জনতার ভিড়
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চতুর্থ দিনবিস্তারিত পড়ুন

আসিফ নজরুল: সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই
অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই বলে মন্তব্য করেবিস্তারিত পড়ুন