স্থানীয় নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন নয়
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের আগে নতুন কোন দলের নিবন্ধন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।
আজ মঙ্গলবার শেরবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডিএনসিসি’র মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রকিব উদ্দীন বলেন, আমাদের হাতে সময় অনেক কম আমাদের কাছে অনেক দল নিবন্ধনের জন্য এসেছে আমরা তাদের না করে দিয়েছি। সামনে যে নির্বাচনগুলো আছে এ সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে শেষ করা যাবে না। কেউ যদি জাতীয় নির্বাচনের আগে নিবন্ধনের আবেদন করে তখন আমরা ভেবে দেখব।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন আগে শুধু নির্দলীয় প্রতীক ছিল। এখন সে বিষয়ে ফরমালাইজড করা হচ্ছে। দলয়ী প্রতীকে নির্বাচন করা যাবে।এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর সুযোগও রাখা হবে। আমরা প্রস্তুত রয়েছি সরকার আইন পাস করলে নির্বাচন দিতে পারব।
তিনি আরও বলেন, আমরা আশাকরি ভবিৎষতে আইনশৃখলা বাহিনী ছাড়াই আমরা নির্বাচন দিতে পারব। যেটি পৃথিবীর অনেক দেশের নির্বাচনে হয়।
অনেকে বলছেন, দল ভিত্তিক নির্বাচনে অনেক সমস্যা হবে আমি মনে করি আগের চেযে এ নির্বাচনে সহিংসতা অনেক কম হবে।
রকিব উদ্দীন বলেন, আজকের বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের নাম কর্তন, মৃত্যু রেজিস্টার হালনাগাদ করা, শশ্মান ও গোরস্থানের মৃতদের তালিকা সংগ্রহ করার বিষয়ে জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়েছে। তাছড়া স্মার্টকার্ড বিতরনের ব্যাপারে আলোচনা হযেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন