স্বামীর লাশ নেওয়ার পথে মাইক্রোবাস উল্টে স্ত্রীর মৃত্যু
স্বামীর লাশ গ্রামের বাড়ি নেওয়ার পথে মাইক্রোবাস উল্টে লাশ হলেন নেত্রকোণার এক নারী। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে নেত্রকোণা যাওয়ার পথে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মোজাম্মেল হক।
নিহত রফিকা চৌধুরী (৫৫) নেত্রকোণার মোহনগঞ্জ থানার জনদপুর এলাকার গোলাম মোহাম্মদ তালুকদারের স্ত্রী ছিলেন।
রফিকার জামাতা শামিম আহমেদ জানান, দুই দিন আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার শ্বশুর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ তালুকদার মারা যান।
“বৃহস্পতিবার সকালে তার লাশ একটি অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি নেওয়া হচ্ছিল। সাথে একটি মাইক্রোবাসে ছিলেন শাশুড়িসহ চারজন। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছে মাইক্রোবাসটি ব্রেক করলে উল্টে যায়।”
এ সময় রফিকা চৌধুরী ঘটনাস্থলে নিহত ও তিনজন আহত হন বলে জানান তিনি।
আহতরা হলেন মো. আনিসুর রহমান (৩৫), শায়লা বেগম (৩২) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. ফজলুল হক আনন্দ (৬০)।
এসআই মোজাম্মেল জানান, দুর্ঘটনায় পড়া গাড়ি ও হতাহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে পাঠানো হয়।
পরে আহতদের ঢাকার ট্রমা হাসপাতালে এবং রফিকার লাশ তার স্বামীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে করে গ্রামের উদ্দেশে পাঠানো হয় বলে তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেকবিস্তারিত পড়ুন
কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
কক্সবাজারে পাহাড় ধসে মারা গেলেন মসজিদের এক মুয়াজ্জিন এবং তারবিস্তারিত পড়ুন