শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

স্যামি এখন পাকিস্তানেরও নাগরিক

ক’দিন আগে তার নেতৃত্বে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

একমাত্র অধিনায়ক হিসেবে দ্বিতীয়বারের মতো ক্যারিবীয়দের টি ২০ বিশ্বকাপের ট্রফি জিতিয়েছেন স্যামি। বিশ্বকাপজয়ী এ অধিনায়ককে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান সরকার।

এদিকে সুযোগ না পাওয়ায় রাগে-ক্ষোভে টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন স্যামি। ভালো খেলার পরও রয়েছেন ওয়ানডে দলের বাইরে। টি ২০ বিশ্বকাপে খেলতে অবশ্য কম কাঠখড় পোড়াতে হয়নি স্যামি-গেইলদের। বিশ্বকাপের ফাইনালের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের দুর্নীতির কথা তুলে ধরায় পড়েছেন বোর্ডের রোষানলে।

এরপর হয়তো আর ওয়স্ট উন্ডিজ জার্সি গায়ে তাকে না-ও দেখা যেতে পারে। এজন্যেই কি পাকিস্তানের নাগরিকত্বটা নিয়ে রাখলেন তিনি!

স্যামি ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট সুসিয়ার নাগরিক। পেশোয়ার জালমির স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদির অনুরোধেই ড্যারেন স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেয়া হয়। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) প্রথম আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন স্যামি। সেখান থেকে দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খাইবার প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাটাক টুইট করেন, ‘জাভেদ আফ্রিদির বিশেষ অনুরোধে আমরা ড্যারেন স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দিচ্ছি।’ এ সময় তিনি ড্যারেন স্যামিকে ‘স্যামি খান’ নামে ডাকেন। পারভেজ খাটাকের টুইটের উত্তরে ‘পশতু’ ভাষায় টুইট করে তাকে ধন্যবাদ জানান স্যামি। পশতু ভাষায় নিজেকে পারদর্শী করতে এ ভাষায় টুইট করেন তিনি। জাভেদ আফ্রিদির কাছ থেকে পশতু ভাষা শিখেছেন বলেও জানান স্যামি।

এর আগে জাভেদ আফ্রিদি স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে টুইট করেন, ‘পাকিস্তানের প্রতি তার অগাধ ভালোবাসার জন্য আমরা স্যামির নাগরিকত্বের ব্যাপারে সরকারের কাছে অনুরোধ করেছি।’ ওয়েবসাইট।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব