বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হত্যা নাকি আত্মহত্যা: সালমান শাহর মৃত্যু

১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা।
১৯৯৭ সালে ২৪ জুলাই অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন।
১৯৯৭ সালের ৩ নভেম্বর আত্মহত্যা বলে সিআইডির চূড়ান্ত প্রতিবেদন।
২০০৩ সালে বিচার বিভাগীয় তদন্ত শুরু।
২০১৪ সালে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবদন।
২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবকে পুনঃতদন্তের নির্দেশ।
২০১৫ সালের ১৯ এপ্রিল তদন্ত স্থগিত !

হত্যা নাকি আত্মহত্যা? সালমান শাহর মৃত্যু নিয়ে, গত ১৯ বছর ধরে এই রহস্যের খোঁজ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, হত্যার অভিযোগের প্রমাণ মেলেনি। তবে, তা মানতে নারাজ পরিবার। আর, সম্প্রতি র‍্যাবের তদন্ত স্থগিত করার বিষয়টিকে নজিরবিহীন বলছেন, বাদীর আইনজীবী।

সালমান শাহ। বাংলা সিনেমায় ধূমকেতুর মতোই যার আবির্ভাব। নাইট কুইন ফুলের মতো সুবাস বিলিয়ে হারিয়ে গেছেন, অনন্ত লোকে। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, নিজ বাসায় মেলে, তার মরদেহ। যা হত্যা নাকি আত্মহত্যা, ফয়সালা হয়নি আজও। ৬ সেপ্টেম্বরই রমনা থানায় অপমৃত্যু মামলা করেন, বাবা কমর উদ্দিন চৌধুরী। পরে, ১৯৯৭ সালে ২৪ জুলাই একে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। এতে অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগের তদন্ত করতে, সিআইডিকে নির্দেশ দেন আদালত।

দু’বার সিআইডি এবং একবার গোয়েন্দা পুলিশ আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন সালমানের বাবার নারাজি আবেদনে ২০০৩ সালে শুরু হয়, বিচার বিভাগীয় তদন্ত। এক যুগ পর, গত বছর বলা হয়, হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি। যার বিরুদ্ধে এবার নারাজি আবেদন করেন, মা নীলা চৌধুরী। এতে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মামলাটি র‍্যাবকে পুনঃতদন্ত কোরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন, ঢাকা মহানগর হাকিম আদালত।

কিন্তু, ১৯ এপ্রিল, রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনে তদন্ত স্থগিত করেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা। আরো শুনানির জন্য দিন ঠিক করা হয়, ২৭ জুলাই। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বাদী মারা গেলে, অপমৃত্যুর মামলা চলে না। অথচ দণ্ডবিধিতে বলা আছে, বাদীর সই চেনে এমন যে কেউ মামলা পরিচালনা করতে পারবেন।

এই মামলায় রিজভী আহমেদ নামে এক ব্যক্তির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও, বারবার আত্মহত্যা বলে আইন-শৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত প্রতিবেদন দেয়াকে রহস্যজনক বলে মনে করেন, মা নীলা চৌধুরী। রহস্য উদঘাটনে সরকারের সহযোগিতাও চান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার