১০টি আজব সেলিব্রিটি ইনসিওরেন্স
কেউ পশ্চাদ্দেশ ইনশিওর্যান্স করিয়েছেন, কেউ ‘বুব্স’ তো কারও দাঁত ইনসিওর করতে মিলিয়ন ডলার খরচেও পিছপা হয়নি স্পনসর।
কেউ পশ্চাদ্দেশ ইনশিওর্যান্স করিয়েছেন, কেউ ‘বুব্স’ তো কারও দাঁত ইনসিওর করতে মিলিয়ন ডলার খরচেও পিছপা হয়নি স্পনসর। চোখ ছানাবড়া করা, পৃথিবীর দশটি অদ্ভুতুড়ে সেলিব্রিটি ইনশিওর্যান্সের খোঁজখবর রইল।
বছরের শেষের দিক ঘনিয়ে এল। আপনি নিশ্চয়ই দু’বেলা ইনশিওর্যান্স কোম্পানির ফোনকলে জেরবার। ৩-৪ লাখ টাকার পলিসি করাতে এজেন্টদেরও নাভিশ্বাস উঠছে। অথচ জানেন কি বিদেশে লজেন্স কেনার মতো করেই পলিসি কেনার চল রয়েছে? বিশেষ করে সেলিব্রিটিরা একের পর এক উদ্ভট ইনশিওর্যান্স করে একে অপরকে ক্রমাগত টক্কর দিয়েছেন। এমনই ১০টি আজব ইনশিওর্যান্সের গল্প—
১) বিখ্যাত গায়িকা ডলি পার্টন সেক্স আইকনও বটে। তাই নিজের ‘৪০ ডিডি’ বক্ষযুগল ইনশিওর্যান্স করিয়েছেন তিনি। একেকটি ‘বুব’-এর ইনশিওর্যান্স মূল্য ৩ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ দুয়ে মিলে ৬ লক্ষ!
২) বিখ্যাত ব্রিটিশ ফুড ক্রিটিক এগন রোনে-র জিভের স্বাদগ্রন্থিই সব। স্বাদগ্রন্থি ক্ষতিগ্রস্ত হলেই নষ্ট এগনের ইউএসপি। তাই সেই স্বাদগ্রন্থিরই ৪ লক্ষ মার্কিন ডলাররে ইনশিওর্যান্স করেছেন এগন।
৩) ‘আগলি বেটি’ তারকা আমেরিকা ফেরেরা-র দাঁত তাঁর স্পনসর অ্যাকোয়াফ্রেশের কাছে খুবই মূল্যবান। ফেরেরা-র দাঁতের ১০ মিলিয়ন ডলারের ইনশিওর্যান্স করিয়েছে অ্যাকোয়াফ্রেশ।
৪) বিখ্যাত ব্রিটিশ গায়ক স্যার টম জোন্স এক সময় ছিলেন সেক্স আইকন। নিজের সেক্স কোশেন্ট-কে সুরক্ষিত রাখতে বুকের লোম ইনশিওর্যান্স করিয়েছেন জোন্স। ইনশিওর্যান্স মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।
৫) ভিক্টোরিয়াস সিক্রেট মডেল হাইদি ক্লুম-এর ইউএসপি তাঁর সুঠাম দুই পা। দুই পায়েরই ইনশিওর্যান্স রয়েছে ২.২ মিলিয়ন ডলারের। তবে বাঁ পায়ে একটি জন্মদাগ থাকায় বরাদ্দ ১ মিলিয়ন আর ডান পায়ের ১.২ মিলিয়ন।
৬) ফ্র্যাঙ্কি জ্যাকম্যান নামের এক ব্রিটিশ পুরুষ স্ট্রিপার ১.৬ মিলিয়ন ডলার মূল্যের ইনশিওর্যান্স করেছেন নিজের পুরুষাঙ্গের। স্ট্রিপার হিসেবে ওটিই তাঁর ‘শেষ অস্ত্র’ কি না!
৭) জেনিফার লোপেজের অ্যাসেট তাঁর ‘বুটি’। এই নিয়ে পপুলার কালচারে চর্চা কম হয় না। পিটবুল আর লোপেজের সেই বিখ্যাত ‘বুটি’ গানটি মনে আছে তো? সেই সেলিব্রেটেড বুটি-র ইনসিওরেন্স মূল্য ২৭ মিলিয়ন। চোখ কপালে তুলে দেওয়ার মতোই। দেখাদেখি কাইলি মিনোগ-ও তাঁর ‘বাট’ ইনসিওরেন্স করেছেন। তবে তাঁর মূল্য মোটে ৫ মিলিয়ন ডলার।
৮) ১৯৮০-র দশকে নিজের ‘স্পার্ম’ ইনশিওর করেছিলেন গায়ক ডেভিড লি রথ। ১ মিলিয়ন ডলারের এই ইনশিওর্যান্স পৃথিবীর সবচেয়ে উদ্ভট ইনশিওর্যান্স পলিসি এখনও পর্যন্ত। ঠিক কী ভেবে তিনি এমনটা করেছিলেন তা বলা খুব মুশকিল।
৯) কথায় কথায় ‘মিডল ফিঙ্গার’ দেখানোর অভ্যাস রোলিং স্টোন্স-এর কিথ রিচার্ডসের। লন্ডনের লয়েড্স থেকে সেই মধ্যাঙ্গুলকেই ইনশিওর করেছিলেন কিথ। মূল্য ১.৬ মিলিয়ন ডলার।
১০) নিজের কণ্ঠস্বরকে ইনসিওর করেছিলেন বিখ্যাত গায়ক রড স্টুয়ার্ট। ইনশিওর্যান্সের পরিমাণ ৬ মিলিয়ন ডলার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন