১০ বছরে টেলিটকের লোকসান ৪শ কোটি টাকা

বিগত ১০ বছরে সরকারী খাতের মোবাইল অপারেটর কোম্পানী টেলিটক ৩৯৯ কোটি ৮৪ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহষ্পতিবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সাংসদ কাজী ফিরোজ রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তারানা হালিম বলেন, আমি ১ মাস হয়েছে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। বর্তমানে টেলিটকের মোট লোকসান ৩৯৯কোটি ৮৪ লাখ টাকা।
তবে টেলিটকের যে সব দুর্বলতা রয়েছে তা কাটাতে বেশ কিছু নতুন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রত্যেকটি পোস্ট অফিসে একটি করে কামরা থাকবে যেটি টেলিটকের কাস্টমার কেয়ার হিসেবে ব্যবহৃত হবে। টেলিটককে নতুন করে ব্র্যান্ডিং করা হবে। থ্রিজি সেবা আরও বৃদ্ধি করা হচ্ছে।
টেলিটক শুধু ব্যবসা না করে সেবার বিষয়েও বেশি মনোযোগী থাকে উল্লেখ করে তারানা হালিম বলেন, দেশের দুর্গম অঞ্চল; যেখানে অন্যান্য বেসরকারী মোবাইল অপারেটররা ব্যবসার কথা মাথায় রেখে নেটওয়ার্ক বৃদ্ধি করে না সেখানে টেলিটককে টাওয়ার বসিয়ে কাজ করতে হয়। যেখানে ব্যবসার চেয়ে সেবার বিষয়টিই বেশি প্রাধান্য পায়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কি শুধু সিম ও রিম নিবন্ধনেরই কাজ করবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা দেশের প্রত্যেকটি ডাক বিভাগকে আধুনিক করতে নিরলস পরিশ্রম করছি। নতুন ডাক ভবন নির্মান করছি। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ট্যাব তৈরি করছি। ডিসেম্বরের মধ্যেই ১০ হাজার ট্যাব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবো। আমাদের পরিকল্পনা রয়েছে দেশের চাহিদা মিটিয়ে এটি আমরা বাণিজ্যিকভাবে রপতানি করবো।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন