১২ বছর পরে অক্ষয়-টুইঙ্কেলের বিয়ের তথ্য ফাঁস
সংসার জীবন একযুগ পার করার পর ‘খিলাড়ি’ অক্ষয় কুমার জানালেন, বাজিতে হেরে গিয়েই নায়িকা টুইঙ্কেল খান্না তাকে বিয়ে করেছিলেন। অক্ষয় জানান, তাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিলো না টুইঙ্কেলের।
অক্ষয় কোনো ছবি প্রচারের জন্য বা কোনো মনগড়া কথা নয় এটি। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজেই জীবনের এ সত্য কথাটি শেয়ার করেছেন।
অক্ষয় জানালেন, ২০০০ সালে আমির আর টুইঙ্কেলের ‘মেলা’ ছবি নিয়ে বাজি ধরেছিলেন অক্ষয়। তিনি বলেন, ওই ছবিটির সাফল্য নিয়ে টুইঙ্কেল ভীষণ আত্মবিশ্বাসী ছিলো।
সে বলেছিলো ছবিটা তার আশা অনুযায়ী সাফল্য না পেলে আমাকে বিয়ে করে নেবে। আর হয়েছেও তাই। ছবিতে সাফল্য না পাওয়ায় ২০০১ সালে অক্ষয়কে বিয়ে করেন এ অভিনেত্রী।
একটি ফিল্মফেয়ার শ্যুট-এ টুইঙ্কেলের সঙ্গে অক্ষয়ের প্রথম পরিচয়। তখন থেকেই তিনি টুইঙ্কলকে ইমপ্রেস করার চেষ্টা করেন তিনি। কিন্তু টুইঙ্কেল প্রথম দিকে তাকে খুব একটা পাত্তা দিতেন না।
১৯৯৯ সালে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ ছবিতে এক সঙ্গে অভিনয় করার পর থেকেই অক্ষয়ের জীবনের লক্ষ্য হয়ে যায় টুইঙ্কেলকে বিয়েতে রাজি করানো। যা পরিণতি পায় ‘মেলা’ সাফল্য নিয়ে বাজি ধরায়। বর্তমানে তারা বলিউড খুশি দম্পতিদের মধ্যে একজন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন