১৪ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সালমান!

কর্ণ-অর্জুন’-এর পর ‘হাম তুমহারে হ্যায় সনম’-এ শেষ বারের মতো দু’ জনকে এক সঙ্গে দেখা গিয়েছিল। তাও ১৪ বছর আগে। তারপর নানা কারণে আর একসঙ্গে দেখা যায়নি শাহরুখ আর সালমান খানকে।
তবে বলিউড এখন একটা খবরে উত্তাল হয়ে উঠেছে। শোনা যাচ্ছে ফের নাকি একসঙ্গে দেখা যেতে পারে এই দুই খানকে। সালমানের ‘টিউবলাইট’-এ নাকি শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের ব্যাপারে বলিউড বাদশাকে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যায়।
কিন্তু এ সব খবরকে নিছক ‘গুজব’ বলে খারিজ করে দিয়েছেন পরিচালক কবীর খান। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কবীর বলেছেন, “এটা একেবারেই গুজব। এরকম কিছু হলে তিনি অবশ্যই জানাবেন।”
‘টিউবলাইট’ ছবিতে এই নিয়ে তৃতীয় বার একসঙ্গে কাজ করছেন কবীর আর সালমান খান। এর আগে কবীর পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’-এ প্রধান ভূমিকায় দেখা গিয়েছে সালমানকে। আগামী বছরের ইদে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।-আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন