১৪ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় শাহরুখ-সালমান!
কর্ণ-অর্জুন’-এর পর ‘হাম তুমহারে হ্যায় সনম’-এ শেষ বারের মতো দু’ জনকে এক সঙ্গে দেখা গিয়েছিল। তাও ১৪ বছর আগে। তারপর নানা কারণে আর একসঙ্গে দেখা যায়নি শাহরুখ আর সালমান খানকে।
তবে বলিউড এখন একটা খবরে উত্তাল হয়ে উঠেছে। শোনা যাচ্ছে ফের নাকি একসঙ্গে দেখা যেতে পারে এই দুই খানকে। সালমানের ‘টিউবলাইট’-এ নাকি শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয়ের ব্যাপারে বলিউড বাদশাকে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যায়।
কিন্তু এ সব খবরকে নিছক ‘গুজব’ বলে খারিজ করে দিয়েছেন পরিচালক কবীর খান। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কবীর বলেছেন, “এটা একেবারেই গুজব। এরকম কিছু হলে তিনি অবশ্যই জানাবেন।”
‘টিউবলাইট’ ছবিতে এই নিয়ে তৃতীয় বার একসঙ্গে কাজ করছেন কবীর আর সালমান খান। এর আগে কবীর পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’-এ প্রধান ভূমিকায় দেখা গিয়েছে সালমানকে। আগামী বছরের ইদে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।-আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন