১৫২ রানের টার্গেটে ব্যাট করছেন মুশফিকরা
বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে ১১ তম দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৫১ রান সংগ্রহ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। জবাবে জয়ের জন্য ১৫২ রানের টার্গেটে এখন ব্যাট করছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস।
এর আগে, রবিবার (২০ নভেম্বর) আসরের ২০ তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হয় ম্যাচটি। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল অধিনায়ক মুশফিক। ফলে, প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে খুলনা সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান।
খুলনার পক্ষে এদিন সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে। ২৬ বল খেলে তিনি করেছেন ৪৪ রান। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৩ টি ছক্কা ও ২টি চার। দ্বিতীয় সবোচ্চ ৪০ রান করেছেন রিকি ওয়েসেলসঅ এছাড়া ২৬ রান করে অপরাজিত রয়েছেন আরিফুল হক।
বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রুম্মান রোস, রাইয়াদ আমরিত ও থিসারা পেরেরা।
প্রসঙ্গত, মুশফিকের বরিশাল এবারের আসরে এ অব্দি পাঁচ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে। ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দুটিতে পরাজয়ের শিকার হয়েছে বরিশাল। এছাড়া কুমিল্লা, রাজশাহী ও চিটাগাংয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে মুশফিকবাহিনী। ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থস্থানে রয়েছে। তারকাসমৃদ্ধ এ দলে রয়েছেন নুয়ান পেরেরা, ব্রাথওয়েট, আল আমিন, তাইজুল ইসলাম।
এদিকে পয়েন্ট টেবিলে ঠিক তাদের উপরেই অবস্থান করছে রিয়াদের খুলনা। তারা পাঁচ ম্যাচে খেলে চারটিতেই জয় তুলে নিয়েছে। ফলে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তারা তৃতীয়স্থানে রয়েছে। এবারের আসরের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই চমক দেখিয়ে চলেছে খুলনা। তুলনামূলক কম তারকা ক্রিকেটার নিয়েও সফলভাবে দলকে এগিয়ে নিয়ে চলেছেন দলপতি রিয়াদ। মূলত তার নৈপুণ্যেই দলে জয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে।
শেষ চার ম্যাচে টানা জয় পেয়েছে খুলনা। এদিকে নিজেদের শেষ ম্যাচে পরাজয়ের শিকার হয়েছে বরিশাল। এ ম্যাচ দিয়ে আবারো জয় তুলে নেওয়ার প্রত্যাশায় রয়েছে তারকাসমৃদ্ধ বরিশাল। আর ফর্মে থাকা খুলনাও নিশ্চয়ই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লড়াইয়ে নামবে এদিন। তাই জমজমাট এক ম্যাচের অপেক্ষাতেই রয়েছে সমর্থকরা।
খুলনা টাইটানস একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, নিকোলাস পুরান, শুভাগত হোম, আরিফুল হক, অলক কাপালী, মোশাররফ হোসেন রুবেল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনায়েদ খান ও শফিউল ইসলাম।
বরিশাল বুলস একাদশ : মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবেরা, রায়াদ এমরিত, ডেভিড মালন, থিসারা পেরেরা, মনির হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন