২০১৬-তে ইনস্টাগ্রামে ফোকাসে থাকবেন যে ১০ জন
ইনস্টাগ্রামে জনপ্রিয় হওয়া খুব সহজ। শুধু তুলতে হবে শরীরে শিহরণ জাগানো কিছু ছবি। ব্যস্ তবেই প্রোফাইল উপচে পড়বে গুণমুগ্ধে। প্রতি মাসেই নতুন করে খাতা খোলেন কেউ আর নাম লেখান ‘মোস্ট সার্চড’ বা ‘মোস্ট ফলোড’-এর তালিকায়।
কার্দেশিয়ান বোনেরা তো সব সময় সেরা দশে রয়েছেনই। তা ছাড়া ‘মোস্ট ফলোড’ তালিকায় রয়েছেন বিয়ন্স নোল্স, নিকি মিনাজ, আরিয়ানা গ্রান্দেরা। কিন্তু এই সুপার সেলিব্রিটিদের বাদ দিয়েও রয়েছেন বহু সুন্দরী, যাঁদের ফলোয়ার লিস্ট হু হু করে বাড়ছে।
ইনস্টাগ্রামে জনপ্রিয় হওয়া খুব সহজ। শুধু তুলতে হবে শরীরে শিহরণ জাগানো কিছু ছবি। ব্যস্ তবেই প্রোফাইল উপচে পড়বে গুণমুগ্ধে। প্রতি মাসেই নতুন করে খাতা খোলেন কেউ আর নাম লেখান ‘মোস্ট সার্চড’ বা ‘মোস্ট ফলোড’-এর তালিকায়।
কিম কার্দেশিয়ান, ডেমি লোভাটোদের মতো নামী-দামিদের বাদ দিলে, যে ১০ জন ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন এবং কারও কারও ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই, তাঁরা হলেন—
এলসা হোস্ক
সুইডেনের মডেল। সারা পৃথিবী চষে বেড়ান। ফলোয়ার সংখ্যা ২.১ মিলিয়ন।
ডেমি রোজ
ইনি কোথায় থাকেন, কী করেন জানা যায় না কিন্তু ফলোয়ারের সংখ্যা ১.৬ মিলিয়ন।
রেনি সমারফিল্ড
মডেল। ফলোয়ারের সংখ্যা ১.২ মিলিয়ন।
কার্লি লরেন
হাবভাব দেখে মনে হয় মডেল। ফলোয়ার ১ মিলিয়ন।
সিন্ডি প্রাদো
থাকেন মায়ামিতে। মডেল এবং ব্লগার। ২ লক্ষ ৪২ হাজার ফলোয়ার।
মিসা ক্যাম্পো
কানাডায় বাস। ইনিও মডেল। ২ লক্ষ ৫১ হাজার ফলোয়ার।
কার্লি বেকার
ব্রিটেনে বাস। ১ লক্ষ ৬০ হাজার ফলোয়ার।
ব্রিটানি সুলেমান
ইনিও ব্রিটেনের বাসিন্দা। ১ লক্ষ ৮ হাজার ফলোয়ার।
ফেইথ পিকোজি
মডেল। ৪৬,৭০০ ফলোয়ার।
কোরা ডেইৎ্জ
সম্ভবত মডেল। ৩৩,৭০০ ফলোয়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন