‘২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত দেশ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ দেশ। সেভাবেই আমরা বাংলাদেশকে এগিয়ে নেব। আমাদের দেশে দারিদ্র্য থাকবে না, অশিক্ষা থাকবে না।’
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৬-তে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান হবে না। আমরা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ চাই। ধর্ম নিয়ে বিভেদ থাকলে এটি সম্ভব না। তাই আমাদেরকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যেতে হবে।’
সমাজের তৃণমূলে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল সমাজে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন আনা দরকার। এটি হলে দারিদ্র্য দূর হবে, জাতি উন্নত হবে। তৃণমূলের উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অনেক স্কুল, কলেজ করা হয়েছে। সেসব এলাকায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। উপজাতিদের এগিয়ে আনার জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পার্বত্য চট্টগ্রামে ১৯৭৫ সাল পরবর্তী সময়ে সহিংসতা মাথা চাড়া দিয়ে ওঠে। আমি ১৯৮১ সালে বাংলাদেশে ফিরি। ১৯৯৬ সালে সরকার গঠনের পর পার্বত্য শান্তি চুক্তি করি। সে অঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করি। সেখানে একজন মন্ত্রী আছে। তা ছাড়া, আঞ্চলিক পরিষদও গঠন করে দিয়েছি। পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা অবহেলিত মানুষদের উন্নয়ন করতে চাই। আমরা হিজড়াদের স্বীকৃতি দিয়েছি। তাদের সামাজিক পরিচয় দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা চাই সকলের উন্নয়ন সমানভাবে হোক।’
গত বছর নতুন পে-স্কেল দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বেতন ১২৩ শতাংশ বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়ঃসীমা ৬৫ বছর পর্যন্ত করা হয়েছে। আমরা গবেষণার ওপর গুরুত্ব দিয়েছি। ১৯৯৬ সালে আমরা যখন সরকার গঠন করেছিলাম, তখন গবেষণার জন্য একটি টাকাও ছিল না। আমরা সেখানে এখন থোক বরাদ্দ দিয়েছি।’
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আন্তরিক অভিনন্দন। তোমাদের ভালভাবে পড়াশোনা করতে হবে। নিজস্ব স্বকীয়তা থাকতে হবে। দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশেবিস্তারিত পড়ুন

বগুড়ার ট্রাকের ধাক্কায় দু’জন নিহত, আহত ২১ জন
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত ও অন্তত ২১ জনবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আট সদস্যকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন