২ সন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা
বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে শনিবার রাতে বিষপানে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে মা তার দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- লেমুয়া গ্রামের রোমান পঞ্চায়েতের স্ত্রী রোজী আক্তার (২৬) এবং তার দুই শিশু সন্তান মৌমি (৪) ও তায়েবা (২)।
রোমান পঞ্চায়েতের গৃহকর্মী হারুন জানান, কয়েকদিন ধরে রোজী বিড়াল মারার কথা বলে স্বামী রোমানকে বাজার থেকে বাসুডিন (ধানের পোকা মারার ওষুধ) এনে দিতে বলছিলেন। কিন্তু রোমান তা এনে দেননি। এরপর শুক্রবার সকালে হারুন বাজার থেকে বাসুডিন এনে দেয়।
হারুন আরও জানায়, শনিবার সন্ধ্যায় রোজী হারুনকে চানাচুর আনতে দোকানে পাঠায়। হারুন দোকান থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পায় এবং ভেতরে শিশুদের কান্না শুনতে পায়। পরে জানালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় রোজী তার দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেছে।
বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার কমলেশ দেবনাথ জানান, হাসপাতালে আনার ৫-৭ মিনিট পরই শিশু দুটি মারা যায়। তাদের মা রোজীর অবস্থাও ছিল আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার পরপরই শিশু দুটি মারা যায়। আর বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মায়েরও মৃত্যু হয়।
তিনি বলেন, ‘যেহেতু শিশু দুটি ছোট, তাই তারা নিজেরা বিষ পান করতে পারে না। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মা তার দুই শিশুকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেছে।’ তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন ওসি রিয়াজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন