৩১ মে’র পর যাদের সিম বন্ধ হবে না
ঘোষণা অনুযায়ী আর মাত্র দুইদিন পর বিভিন্ন মোবাইল অপারেটরের অনিবন্ধিত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। তাদেরকে ৩১ মে’র পর থেকে পরবর্তী ১৮ মাসের মধ্যে সিম পুনর্নিবন্ধন করতে হবে।
রবিবার সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা বলেন। সিম পুনর্নিবন্ধনের সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী জানান, যারা ৩১ মে’র মধ্যে সিম পুনর্রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হবেন তাদের সিম বন্ধ হয়ে গেলেও ব্যবহৃত নম্বরগুলো আপাতত কাউকে দেয়া হবে না। তারা নতুন সিম কিনে রেজিস্ট্রেশনের সময় চাইলে পুরনো নম্বরটি চেয়ে নিতে পারবেন। মন্ত্রী আরও বলেন, তবে দেড় বছর পরও যদি তারা সিম পুনর্রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন সেক্ষেত্রে তাদের সিমগুলো অন্য কারও কাছে বিক্রি করে দেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন