৩২ কেজির লেহেঙ্গা পড়ে নাচবেন কারিনা!
আর বালকি পরিচালিত ‘কি অ্যান্ড কা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সেই ছবির একটি গানের শুটিং শেষ করলেন কারিনা। আর এই গানের জন্য তাকে ৩২ কেজি ওজনের একটি লেহেঙ্গা পরতে হয়েছে।
এ বিষয়ে সিনেমার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে, ‘যদিও সিনেমায় কারিনাকে সম্পূর্ণ ওয়েস্টার্ন পোশাকে দেখা যাবে, কিন্তু ভারতীয় পোশাকে নিজেকে ভক্তদেরকে দেখানো থেকে বঞ্চিত করতে চাননি এ অভিনেত্রী। তাই ‘কি অ্যান্ড কা’ সিনেমার একটি গানের জন্য ভারতীয় পোশাক পরেছেন এ অভিনেত্রী। যার মধ্যে একটি ৩২ কেজি ওজনের লেহেঙ্গাও রয়েছে।কারিনার ডিজাইনার বন্ধু মানীষ মালহোত্রা লেহেঙ্গাটির নকশা করেছেন।’
লেহেঙ্গাটিতে অত্যন্ত ভারী কারুকাজ এবং নেটের কয়েকটি পরত রয়েছে । দুই দিন ধরে মুম্বাইয়ের সবুরবান স্টুডিওতে গানটির শুটিং হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন খ্যাতনামা কোরিওগ্রাফার বসকো। সূত্রটি থেকে আরও জানা গিয়েছে, ‘কারিনা তীব্র আলো এবং প্রচন্ড গরমের মধ্যে দুইদিন ধরে গানটির শুটিং করেন।
এ রকম ভারী পোশাক এবং গরমের পরও তার নাচের দক্ষতা দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনি।’ রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা ‘কি অ্যান্ড কা’ । সিনেমাটিতে কারিনার বিপরীতে আছেন অর্জুন কাপুর। এ ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে অমিতাভ-জয়া জুটিকে। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন