৪০ জনকে গুলি করে হত্যা, লাশ বৈদ্যুতিক খুঁটিতে
ইরাকের মসুল নগরীতে নৃশংসতার ভয়াবহ নজীর রেখেছে আইএসআইএস। কমপক্ষে ৪০ জন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে মসুলে।
এরপর লাশ ঝুলিয়ে রাখা হয় বৈদ্যুতিক খুটির সঙ্গে, যাতে নগরীর অধিবাসীরা সহজেই তা দেখতে পায়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বৃহস্পতিবার নগরীর ভেতরের একটি সূত্রের বরাত দিয়ে জানান, আইএসআইএস-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনে নগরীর অধিবাসীদের ওপর যে দমন অভিযান চালানো হচ্ছে তার অংশ হিসেবে তাদের হত্যা করা হয়।
জনসম্মুখে আরেক লোককে গলা কেটে হত্যা করা হয়। মোবাইল ফোনের ওপর আইএসআইএস আরোপিত নিষেধাজ্ঞা না মানায় তাকে হত্যা করা হয়।
জিহাদিরা তাদের বিরোধীদের দমনে কতখানি বেপরোয়া হয়ে উঠেছে তার নজির হচ্ছে হত্যা করে লাশ খুটির সঙ্গে ঝুলিয়ে রাখা। ইরাকে ইরাকি কোয়ালিশন বাহিনী মসুল অভিমুখে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে আইএসআইএসের দুই বছরের শাসনের অবসান ঘটানোই ইরাকি কোয়ালিশন বাহিনীর লক্ষ্য।
জাতিসংঘ জানায়, তড়িঘড়ি করে আয়োজিত ক্যাঙ্গারু কোর্টে হতভাগ্যদের গোলাপি রঙের জাম্পস্যুট পড়তে বাধ্য করা হয়। বিদ্রোহ ও যোগসাজসের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার আগে পবিত্র কোরআনের আয়াত পড়তে বাধ্য করা হয়।
গণহারে মৃতুদণ্ড কার্যকরের সময় মৃত্যুর অভিনয় করে প্রাণে রক্ষা পাওয়া এক ব্যক্তির বরাত দিয়ে জাতিসংঘ এ কথা জনায়।
এর আগের দিন বুধবার শহরের উত্তরে ঘাবাত এলাকায় আরো ২০ ব্যক্তিকে হত্যা করা হয়। শহরের বাইরের লোকজনের কাছে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে তাদের হত্যা করা হয়।
ইরাকি বাহিনী যতই আইএসআইএস নিয়ন্ত্রিত এলাকা দখলে নিচ্ছে ততই তাদের নির্যাতন চালানোর নজীর প্রকাশ পাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন