৪৫০ জন যাত্রী নিয়ে চীনের একটি জাহাজ ডুবি গেছে।

৪৫০ জন যাত্রী নিয়ে দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে একটি জাহাজ ডুবি গেছে। এর মধ্যে মাত্র ৮ জনকে উদ্ধার করা গেছে। সোমবার রাতে ইয়াংজি নদী হুবেই এলাকায় সাইক্লোন ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায় বলে জানা গেছে।
চীনের রাষ্টিয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে সিএনএন এ খবর জানিয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে জাহাজতের ক্যাপ্টেন ও প্রধান প্রোকৌশলী রয়েছেন বলে জানা গেছে। ঘূর্ণিঝড় সাইক্লোনের কবলে পড়ে জাহাজটি ডুবে যায় বলে সিনহুয়াকে তারা জানিয়েছেন।
খবরে বলা হয়, এ পর্যন্ত মাত্র ৮ জনকে উদ্ধার করা হয়েছে। খারাপ আবওয়ার কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়েছে উদ্ধারকর্মীদের জন্য।
জাহাজটি চীনের নানজিং থেকে চংকিং যাচ্ছিল বলে সিনহুয়ার খবরে বল হয়েছে। এতে ৪৫৮ জন যাত্রী ছিল বলে সিনহুয়া নিশ্চিত করেছে। এর মধ্যে ৪০৫ জন ছিলেন সাধারণ যাত্রী। ৫ জন ট্রাভেল এজেন্সির লোক। বাকি ৪৭ জন জাহাজের কর্মকর্তা-কর্মচারী।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন