৪৬ বছর বয়সী পুরুষ হলেন ছয় বছরের বালিকা!

ছয় বছর বয়সী বালিকার জীবন-যাপন করতে কানাডার এক ট্রান্সজেন্ডার বাবা তার স্ত্রী ও সাত শিশুকে ত্যাগ করেছে। দ্য ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনে বলা হয়েছে, স্টিফেন ওলসকট (৪৬) বিয়ের ২৩ বছর পর অনুভব করেছেন তিনি ট্রান্সজেন্ডার।
বর্তমানে তিনি একটি দত্তক পরিবারে বাস করছেন। তিনি বলেছেন, এখনই তিনি বড় হতে চান না।
ডেইলি এক্সট্রাতে প্রকাশিত ‘দ্য ট্রান্সজেন্ডার প্রজেক্ট’-এর একটি ভিডিওতে স্টিফেন বলেন, আমি অস্বীকার করতে পারব না যে আমি বিবাহিত। আমার সন্তানদের অস্বীকার করতে পারব না। কিন্তু আমি এখন স্থানান্তরিত হয়েছি। আমাকে শিশুর জীবনে ফিরে যেতে হবে।
ট্রান্সজেন্ডার নারী হিসেবে তার স্ত্রী তাকে মেনে নেবে বলে জানিয়েছেন স্টিফেন।
তিনি বলেন, আমাকে ট্রান্সজেন্ডার হতে বিরত থাকতে বলা আর ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার না হওয়া বলা একই কথা। এটা আমাকে করতেই হবে।
ছোট বালিকা কেন হয়েছেন তার ব্যাখ্যায় স্টিফেন বলেছেন, বর্তমানে যে পরিবারে দত্তক হিসেবে আছেন সেই বাবা-মায়ের ছোট নাতি বোন চায়। আর এজন্য স্টিফেন তার ছোট হয়েছেন। আমরা দারুণ সময় পার করছি। আমরা একসেঙ্গ রঙ করি, খেলি।
২০০৯ সালে প্রথম টরোন্টো ট্রান্সজেন্ডার মার্চে যোগ দেয়ার এক মাস পরে স্টিফেন আত্মঘাতী হতে চেয়েছিলেন। পরে তিনি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্টিফেনের স্ত্রী তার বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ আনে। এবং তিনি যাতে ট্রান্সজেন্ডার হতে না পারেন সেজন্য আবেদন করেন।
২০১২ সালে স্টিফেনের বড় মেয়ে তার বিয়েতে দাওয়াত দেয়। কিন্তু স্টিফেন যাতে বাবার মতো পোশাক’ পরে আসে ও চার্চের পেছনের দিকে বসে সেই অনুরোধ করা হয়। মেয়ের বিয়ের দিন শেষ বারের মতো আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন স্টিফেন।
এখন তিনি টরোন্টোর মেট্রোপলিটন কমিউনিটি চার্চের সহযোগিতা পাচ্ছেন। সেখানকার ধর্মসভার বেশিরভাগ সদস্য এজিবিটি ( লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার)।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন