৫৫টি ছক্কা মারতে চান গেইল!
ক্রিস গেইল মানেই চার-ছক্কার ফুলঝুরি। তিনি উইকেটে থাকা মানেই প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম হয়ে যাওয়া। হেসে-খেলেই চার-ছক্কা মারেন। দর্শকদের আনন্দে ভাসান এই ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটসম্যান। সেই তিনিই এবার বলে-কয়ে ছক্কা মারার প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চার ইনিংসে ৫৫টি ছক্কা মারার লক্ষ্য তাঁর।
চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন গেইল। শনিবার মিরপুর শেরেবালা স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘লোকে আমাকে চেনে সিক্স মেশিন হিসেবে। আসলেও ছক্কা মারার জন্যই আমি বেশি পরিচিত। ছক্কা আমি ভালোই মারতে পারি। চেষ্টা করি যতক্ষণ উইকেটে থাকি, দর্শকদের বিনোদন দিতে। এবারের বিপিএলেও সেই চেষ্টা থাকবে আমার।’
মূলত দর্শকদের আবেদন আর চিৎকারই এই ক্যারিবীয় ব্যাটিং দানবকে ছক্কা মারতে বেশি অনুপ্রাণিত করে, ‘দর্শকরা যখন চায় আমি ছক্কা মারি। চিৎকার করে সেটা বলে, তখন আমাকে অনুপ্রেরণা জোগায় ভালো করতে।’
এর আগে বিপিএলে ১০টি ইনিংস খেলে ৫০টি ছক্কা মেরেছিলেন গেইল। এবারও কি থাকবে সেই ধারাবাহিকতা? এমন প্রশ্নের উত্তরে তিনি মজা করে বলেন, ‘তাই নাকি! এর আগে ১০ ইনিংসে ৫০ ছক্কা? এবার চার ইনিংসেই ৫৫টি হয়ে যেতে পারে! আশা করি, কালকের উইকেট ভালো হবে। প্রথম ম্যাচে কিছুটা স্নায়ুচাপ থাকতে পারে। তবে এটাই জীবন। উপভোগ করতে চাই।’
এবারের আসরে গেইলের সঙ্গে পাঁচ ম্যাচের চুক্তি হয়েছে চিটাগংয়ের। তাদের দল গ্রুপ পর্ব পেরোতে পারলে চুক্তির মেয়াদও বাড়তে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন