৬ ফুটের পুরুষ কুস্তিগীরকে ধরাশয়ী করল ১৭ বছরের এই মেয়েটি

নেহা তোমর। বাড়ি দেহরাদুনের ধাকরানি গ্রামে। ১৭ বছরের নেহা ভবিষ্যতে অলিম্পিক্সে অংশ নিতে চায়।
সলমন খানের ‘সুলতান’- ছবিটিতে আফ্রা ছিলেন মহিলা কুস্তিগীর। যিনি একের পর এক পুরুষ কুস্তিগীরদের মাটিতে পেড়ে ফেলেছিলেন। আফ্রা-র এই কীর্তি দেখে চারিদিকে বাহবা উঠেছিল। আফ্রা-র ভূমিকায় অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা।
বাস্তবের মাটিতেই এবার দেখা মিলল এমনই এক আফ্রা-র। যাঁর নাম নেহা তোমর। বাড়ি দেহরাদুনের ধাকরানি গ্রামে। কয়েক বছর ধরেই স্থানীয় সব প্রতিযোগিতায় একের পরে এক পুরুষ কুস্তিগীরকে মাত দিয়েছে সে। কিন্তু, এবার যা করলেন তাতে নেহার কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে।
বারেলিতে এবার এক কুস্তি প্রতিযোগিতায় সমস্ত পুরুষ কুস্তিগীরকেই চ্যালেঞ্জ জানায় বছর ১৭-র নেহা। ২০১৪ সালে এই প্রতিযোগিতাতেই নেহা এক পুরুষ কুস্তিগীরকে পরাজিত করেছিল। এবার প্রতিযোগিতায় নেমে ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুঁড়ে দেয় নেহা। কিন্তু, কেউই নেহার চ্যালেঞ্জ নিতে রাজি হয়নি। নবাব নামে এক পুরুষ কুস্তিগীর নেহার চ্যালেঞ্জ গ্রহণ করেন। কিন্তু, মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় ৬ ফুট লম্বা নবাবকে ধরাশয়ী করে দেয় ৫ ফুট উচ্চতার নেহা।
১৯৭২ সাল থেকে শুরু হওয়া বারেলির এই কুস্তি প্রতিযোগিতায় মহিলা কুস্তিগীরদেরকে অংশগ্রহণ শুরু ১২ বছর আগে। তবে, ২০১৪ সালেই প্রথম নেহার সঙ্গে পুরুষ কুস্তিগীরের লড়াই হয়। এবার ছিল এই চ্যালেঞ্জের দ্বিতীয়বার।
এই জয়ের পরে অবশ্য থেমে থাকতে চায় না সতের বছরের নেহা। সে আবারও পুরুষ কুস্তিগীরদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। হারুন নামে দিল্লির এক কুস্তিগীর এই চ্যালেঞ্জ গ্রহণও করে।
চাষির মেয়ে নেহার ইচ্ছে কুস্তিতে অলিম্পিক্স থেকে পদক আনা। তার আদর্শ সদ্য অলিম্পক্স থেকে পদক জিতে আসা সাক্ষী মালিক। ‘সুলতান’ অব দ্য রিং বলেও নেহাকে এখন অনেকে ডাকছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন