৭ দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করলো চার দফা দাবিতে আন্দোলন করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আগামী ৭ দিনের মধ্যে দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া না হলে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন।
দীর্ঘ সময় ধরে ঢাকার গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ থাকায় এর প্রভাবে পড়ে আশপাশের বিভিন্ন সড়কে। তৈরি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
সন্ধ্যায় ম্যাটস শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম বলেন, ‘‘আজকে সচিবালয়ে আলোচনায় উনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তারা একটু সময় চেয়েছেন। আমরা তাদের ৭ দিনের সময় দিয়েছি। ৭ দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা সারা দেশ থেকে লংমার্চ করে ঢাকায় আসব।’’
এর আগে সরকারি চাকরিতে দশম গ্রেডের শূন্য পদে নিয়োগসহ ৪ দফা দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল-ম্যাটসের শিক্ষার্থীরা।
ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে আছে অবিলম্বে দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এব বছরের ইন্টার্নশিপ চাইছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাহাত্তরের সংবিধান অবৈধ, এটি প্রণয়ন করেছিলেন পাকিস্তানের গণপরিষদের সদস্যরা’
পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যরা বাহাত্তরের সংবিধান প্রণয়ন করেছিলেন তাই এটিবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২: চতুর্থ দিন রাতেও উৎসুক জনতার ভিড়
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চতুর্থ দিনবিস্তারিত পড়ুন

আসিফ নজরুল: সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই
অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই বলে মন্তব্য করেবিস্তারিত পড়ুন