৯০ গজ দূর থেকে গোলকিপারের গোল!

ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি মাত্র দুই মিনিট। এমন সময়ে নিজেদের অর্ধে ফ্রি-কিক পেল এস্কিসেহিরসপর।
২-১ গোলে পিছিয়ে থাকার পর অন্তিম মুহূর্তে ফ্রি-কিক পেলে যা হয়। এস্কিসেহিরসপরের খেলোয়াড়েরা চলে গেলেন প্রতিপক্ষ উমরানিয়েসপরের অর্ধে।
ফ্রি-কিক নিতে এলেন এস্কিসেহিরসপরের গোলকিপার রুড বোফিন। কালক্ষেপণ না করেই অমনি দুর্দান্ত এক দূরপাল্লার শট নিলেন বোফিন। সে এমনই এক শট, একবারে ৯০ গজ দূর থেকে লক্ষ্যভেদ!
উমরানিয়েসপরের গোলকিপার পোস্ট ছেড়ে খানিকটা ওপরে উঠে এসেছিলেন। বল তার মাথার ওপর দিয়ে ঢুকে পড়ে পোষ্টে।
গোলকিপার বোফিনের সেই গোলেই রোববার তুর্কির দ্বিতীয় বিভাগের ম্যাচে উমরানিয়েসপরের সঙ্গে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এস্কিসেহিরসপর।
গোলপোস্টের নিচেও কম যাচ্ছেন না বোফিন। বেলজিয়ান এই গোলকিপার চলতি মৌসুমে এরই মধ্যে তিনটি পেনাল্টি সেভ করেছেন।
তথ্যসূত্র: গোল ডটকম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন