বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অক্টোবরের অস্বাভাবিক গরমে চরম ভোগান্তি

শরৎ শেষে চলছে হেমন্ত কাল। বছরের এই সময়টায় মৃদুমন্দ হালকা শীতল বাতাস শরীরে আরামের পরশ বুলিয়ে যাওয়ার কথা। কিন্তু ঠিক হিসেব মিলছে না দেশবাসীর। সূর্য তাঁতিয়ে উঠেছে আকাশে। তীব্র আলোয় ঝলসে দিতে চাইছে চারপাশ।

এই সময়টায় তাপপাত্রা যত থাকার কথা, আবহাওয়া অধিদপ্তরের পারদ উঠেছে তার চেয়েও তিন ডিগ্রি বেশি। অধিদপ্তরের পরিসংখ্যান বলছে গত তিন দশকে এই সময়ে এত তাপমাত্রা কখনও দেখেনি দেশবাসী। এ নিয়ে খানিকটা অবাকই হচ্ছে নগরবাসী।

গরমের এই ‘বাড়াবাড়ি’ নিয়ে রাজধানীর ইস্কাটনে একটি চায়ের স্টলে বলাবলি করতেও দেখা গেলো কয়েকজনকে।

বেলা চারটার দিকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অথচ থাকার কথা সর্বোচ্চ ৩১ ডিগ্রি বা তার আশেপাশে।

সূর্য কিরণও অনেকটা গ্রীষ্মের মত প্রখর। আবার আছে ভাদ্রের মতো ভ্যাপসা গরমের অনুভূতিও। সব মিলিয়ে নগরের পরিবেশ অনেকটাই অসহনীয়।

জনাধিক্যের এই নগরে যানজটের মধ্যে গণপরিবহনে চলাচল এই সময়টায় হয়ে উঠেছে যন্ত্রণাদায়ক। আর শ্রমজীবীদের তো কথাই নেই। ঘেমে নেয়ে উঠছে সবাই।

একটু ছায়ার সন্ধানে তাকিয়ে তৃষ্ণার্ত চোখ। কিন্তু এই নগরে গাছের যে বড় অভাব। তাই সবুজের অভাবটা মনের ভেতরে আবারও জেগে উঠেছে নতুন করে।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের পাশে বসে কাজ করছিলেন জুতার কারিগর সবুজ মিয়া। একটি ছাতা তিনি খুঁটিতে বেধে সামনে টানিয়ে রেখেছেন। এর মধ্যেও রোদ এসে পড়ছে তার শরীরের একটি অংশে। একদিকে রোদ অন্যদিকে ধুলাবালিতে বিরক্তি ঝরে পড়ছে তার চোখেমুখে।

রাজধানীর মহাখালী থেকে ইস্কাটনে বাসে করে এসেছেন মহিউদ্দিন। আজমেরি পরিবহনের একটি বাসে উঠেছেন তিনি। আসন পাননি, এর মধ্যে দাঁড়িয়েই আসতে হয়েছে তাকে।

মহিউদ্দিন তার যাত্রার বর্ণনা দিলেন এভাবেই, ‘একে তো প্রচণ্ড গরম। এর মধ্যে গাদাগাদি করে আসতে গিয়ে অসহ্য যন্ত্রণার মধ্যে পড়েছিলাম। বাস থেকে নামার পর যেন নতুন জীবন পেয়েছি। এই সময়ে এমন গরম কখনও দেখিনি।’

কেবল কি দিনে? রাতের পরিস্থিতিও অসহনীয়। মাথার ওপর পাখা ঘুরছে, কিন্তু গরম কমছে না। পানিও গরম হয়ে পড়ায় পান করে সুখ পাওয়া যায় না।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মল্লিক আবুল কালাম বলেন,‘বাতাসে কমছে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়েছে।’

আবহাওয়া

এই কর্মকর্তা বলেন, বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি।

গত সেপ্টেম্বর পুরো মাসটিই অস্বাভাবিক গরম দেখেছে বাংলাদেশ। অক্টোবরের শুরুটাও ছিল একই রকম অসহনীয়। মাঝে বৃষ্টি হলে কিছুদিন গরম কমলেও গত তিন দিন ধরে আবার তীব্র গরম পড়েছে দেশে।

এই পরিস্থিতির কি সহসাই অবসান হবে- জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মল্লিক আবুল কালাম বলেন, এটা বলা কঠিন, তবে ধীরে ধীরে কমবে তামপাত্রা।

বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে একটি পর্যাবৃত্ত পরিবর্তন এল নিনোর কারণে চলতি বছর জুন-জুলাই থেকেই তীব্র গরম পড়েছে মধ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে। বিশেষ করে থাইল্যান্ড, ভারতে তীব্র পানি সংকটে মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ।

এই সময়ের অস্বাভাবিক গরমও কি এল নিনোর প্রভাবে কি না- জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাফিজা খাতুন বলেন, ‘এল নিনো আছেই, পাশাপাশি আছে জলবায়ু পরিবর্তনজনিত কারণ। আরও আছে আদ্রতা বেড়ে যাওয়া। জলীয় বাস্প বেশি হওয়ায় গরমটা একটু বেশিই অনুভূত হচ্ছে মনে হয়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ