অক্ষয় মানেই ‘অলরাউন্ডার’!
অক্ষয় কুমার বলিউডে তিনি পরিচিত ‘খিলাড়ি’ নামে পরিচিত। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের অভিনীত ‘এয়ারলিফট’ ছবির ট্রেইলর। ছবির ট্রেইলর দেখে মনে হচ্ছে অভিনয়ের দিক থেকে তিনি ‘অলরাউন্ডার’। কেননা, তাকে যে ধরনের চরিত্রই দেয়া হোক না কেন তিনি সেটি সাবলীলভাবে আয়ত্ত্ব করে নিতে পারেন।
বলিউডে অক্ষয়ের আগমনের পর তিনি অ্যাকশন, ড্রামা, থ্রিলার, হরর, রোমান্স ও কমেডি চরিত্রে অভিনয় করেছেন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তিনি কখনোই একটি ধাঁচের চরিত্রের মধ্যে আবদ্ধ থাকেননি।
চলচ্চিত্র জগতে ‘বলিউডের খিলাড়ি’র আগমন অ্যাকশন হিরো, স্ট্যান্টম্যান ও খলনায়কদের সঙ্গে মারামারি করে। তার নিজস্ব মারামারির ধরনের জন্য খিলাড়ি নামের কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। আর এজন্য নিজের নামের সঙ্গে ‘খিলাড়ি’ উপাধিটাও যোগ হয়ে গেছে।
‘এয়ারলিফট’ ছবিতে অক্ষয় কুমার একজন শ্রমিক শ্রেণির নায়ক হিসেবে অভিনয় করেছেন। কুয়েতে কর্মরত অসহায় ভারতীয় শ্রমজীবী মানুষের একজন। সেখানে নিজের পরিবারকে রক্ষার করতে কাজ করতে দেখা যাবে তাকে। এছাড়াও কুয়েত আক্রমণ করার কারণে সাদ্দাম হোসেনের প্রতি তাকে অসন্তোষ প্রকাশও করতে দেখা যাবে।
‘হেরা ফেরি’র মতো কমেডি কিংবা ‘ধারকানে’র মতো রোমান্টিক, ‘খিলাড়ি’র মতো অ্যাকশন, ‘স্পেশাল ২৬’র মতো থ্রিলার কিংবা ‘ভুল ভুলাইয়া’র মতো হরর ছবি দিয়ে দশর্কদের মাতিয়েছেন অক্ষয়। এবার ‘এয়ারলিফট’তের মতো ভিন্ন ছবি উপহার দিতে যাচ্ছেন তিনি।
আগামী বছরের ২২ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন নিমরাত কউর। খবর: ওয়ান ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন