অক্সিজেন বন্ধ হয়ে পিতা-পুত্র সহ ৪ নির্মাণ শ্রমিক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে নির্মাণাধীন টয়লেটের সেপটিক ট্যাংকের সাটার খোলার সময় অক্সিজেন না পেয়ে পিতা-পুত্র সহ ৪ জন নিহত হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসেম আলী (৫০), তার ছেলে সুজন (৩০), জালাল উদ্দীন (২৭) ও জুয়েল (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকালে উপজেলার বাকা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের রুস্তম আলীর বাড়িতে একই উপজেলার কন্ডব গ্রামের মৃত মনছুর আলীর ছেলে হাসেম আলী, তার ছেলে সুজন, বৈদ্যনাথপুর গ্রামের নওয়াজেশ আলীর ছেলে জালাল উদ্দীন ও গঙ্গাদাসপুর গ্রামের জামাত আলীর ছেলে জুয়েল টয়লেটের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খোলার উদ্দেশ্যে যায়।
এরপর তারা সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য ট্যাংকের ভিতরে নামলে অক্সিজেন বন্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছিয়ে এলাকাবাসীর সহযোগীতায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। এরপর এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
বাকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান জানান, রুস্তম আলীর বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যংকের সাটারিং খোলার সময় অক্সিজেন বন্ধ হয়ে এ ঘটনা ঘটে।
জীবননগর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন