অগ্নিকাণ্ডে পুড়লো বস্তির ৪০ ঘর ফতুল্লায়

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বস্তিতে আগুনের ঘটনায় অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লায় মেঘনা ডিপো সংলগ্ন ঋষিপাড়া বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঋষিপাড়া বস্তিতে বেশীরভাগ ঘরে সংখ্যালঘু পরিবারের লোকজন বসবাস করে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাঁশের বেড়া দিয়ে তৈরি কাঁচা ও আধাপাকা ঘরে দ্রুত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা লোকজন ওই সময়ে বেশীরভাগ ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন লাগার পর দ্রুত তারা ঘর থেকে বেরুলেও আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারেনি। আগুনে পুড়ে যায় বস্তির শংকরঅগ্নিকাণ্ডের, বরুণ, বিশু, নারায়ণ, রবি, নিমাই, ববিতাসহ অন্তত ৪০ জনের বসত ঘর। ক্ষতিগ্রস্ত হয় আরো বেশ কয়েকটি ঘর।
পর প্রায় এ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যান চলাচল বন্ধ ছিল। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মমতাজ হোসেন জানান, তাদের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বেশীরভাগ ঘর পুড়ে যায়। বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরি হওয়ায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্তের আগে বলা যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন