অঘটন দিয়ে শুরু হল উইম্বলডনঃ প্রথম রাউন্ড থেকেই ভাভরিঙ্কার বিদায়

অঘটন দিয়ে শুরু হল উইম্বলডন। প্রথম দিনই বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের তারকা স্ট্যান ভাভরিঙ্কা। রাশিয়ার ডানিল মেদভেদেভ প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ভাভরিঙ্কাকে ৬-৪,৩-৬,৬-৪ এবং ৬-১ সেটে হারান।
উইম্বলডনে প্রথমবার এসে দুর্দান্ত শুরু করে প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন মেদভেদেভ। পরের সেটে ভাভরিঙ্কা ফিরে এলেও শেষ দুই সেট জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ২১ বছর বয়সী এই তারকা।
এদিকে প্রথম দিন সহজ জয় পেয়েছেন অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, কেই নিশিকোরি। জাপানের নিশিকোরি মাত্র ৭২ মিনিটে ৬-২, ৬-২ ও ৬-০ গেমে হারিয়েছেন মার্কো চেচহিনাটোকে। অ্যান্ডি মারে ৬-১, ৬-৪ ও ৬-২ হারিয়েছেন অ্যালেক্সজেন্টার বুবলিককে। আর স্পেনের তারকা নাদাল ৬-১, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলিমানকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন