অজানা বিরোধিতার বিতর্কে সলমন-অরিজিৎ

২০১৭-র ক্রিসমাসে মুক্তি পাবে রাজকুমার সন্তোষি পরিচালিত সলমনের নতুন ছবি সুলতান। সাউথ কোরিয়ান ছবির রিমেক এই ছবি। তবে ছবিকে কেন্দ্র করে দুই সেলেবের বিরোধ নিয়ে বি-টাউনে জলঘোলা শুরু হয়েছে ইতিমধ্যেই৷
সুলতান ছবিতে ‘জাগ ঘুমেয়া’ গানটির অরিজিত্ সিংয়ের ভার্সান রাখার জন্য সলমনকে চিঠি লেখেন অরিজিত্, সেই চিঠির ছবি তিনি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। এই সূত্র ধরেই শুরু বিতর্কের। ছবির প্রোডাকশনের তরফে জানানো হয় অরিজিৎ-এর ভার্সানেই শ্যুটিং করেছেন সলমন৷ তবে এই বিষয়ে প্রশ্ন করায় তাঁর প্রথম প্রতিক্রিয়া- ‘কে অরিজিত্ সিং?’
অন্যদিকে অরিজিৎ-এর ফেসবুকে ক্ষমা চাওয়া নিয়েও শুরু হয়েছে জল্পনা৷ এবিষয়ে সলমনকে প্রশ্ন করা হলে তিনি জানান খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যেদিন নায়করাই ঠিক করবেন ছবিতে কোন ভার্সান রাখা হবে। আর সেদিন তাঁর জন্য কেউ গাইতে না চাইলে তিনি বলবেন, ‘আরে প্লিস গা দে মেরে লিয়ে, আই অ্যাম সরি’।
হঠাৎ কেন এই মন্তব্য, এই প্রশ্ন দর্শক কুলের৷ মনে করা হচ্ছে সলমনের এমন মন্তব্যের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারন৷ এসকল কথাই এবার নয়া মোড় নিতে চলেছে সাল্লু-অরিজিৎ বিতর্কে৷
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন