“অজ্ঞ” মন্ত্রী ইরানিকে “জ্ঞান বাক্স” দান
ভারতীয় জনসম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানিকে ‘জ্ঞান বাক্স’ উপহার দিয়েছেন দিল্লির কিছু ছাত্রী। তাদের হোস্টেলের নিয়ম-কানুনের নানা লিফলেটে ভরা বাক্সটি।
ভারতে মেয়েদের স্বাধীনতা নিয়ে ওই মন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে এই “জ্ঞান বাক্স” তার অফিসে পৌঁছে দিয়েছেন ছাত্রীরা। খবর বিবিসির।
সম্প্রতি মার্কিন সাংবাদিক টিনা ব্রাউনের সঙ্গে আলাপকালে বিজেপি মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য স্মৃতি ইরানি বলেন, “ভারতে মেয়েরা কী পরবে, কীভাবে পরবে, কখন কার সঙ্গে কথা বলবে, তা নিয়ে এখন কারো নির্দেশ শুনতে হয় না।”
“অজ্ঞ” মন্ত্রী ইরানিকে “জ্ঞান বাক্স” দান
তার এই বক্তব্য নিয়ে বিস্মিত নারীরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে মেয়েরা কীভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তা নিয়ে শিক্ষামন্ত্রী মনে হয় একেবারেই অজ্ঞ।
সে কারণেই মন্ত্রী স্মৃতি ইরানিকে “জ্ঞানের বাক্স” উপহার দিয়েছেন মেয়েরা। ‘পিঞ্জর তোড়’ অর্থাৎ ‘খাঁচা ভেঙে ফেল’ নামে এক নারী আন্দোলনের ব্যানারে তারা এই অভিনব প্রতিবাদ করেন।
ছাত্রীদের ওই দলের একজন অভীপ্সা দাস বলেন, “যে দেশে মেয়েরা প্রতিদিন সমাজে নিগৃহীত হচ্ছে, চরম বৈষম্যের শিকার হচ্ছে, সেখানে একজন নারী মন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য দুঃখজনক। আমরা মন্ত্রীকে জ্ঞান ও তথ্য দিয়ে গেলাম। আশা কারি এগুলো পড়ে তিনি জ্ঞানলাভ করবেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন