অজয়-করণ দ্বন্দ্ব চরমে

ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে গোলযোগ নতুন কিছু নয়। তবে সেটি যখন সামাজিক মাধ্যম থেকে শুরু করে সবখানে প্রকাশ্য হয়ে পড়ে বা আরো দূরে গড়ায়, তাহলে তো ভিন্ন বিষয়। অজয় দেবগন বনাম করণ জোহরের অভিযোগ-জবাব মিলিয়ে এখন পরিস্থিতি চরমে। ইন্ডিয়াটিভির খবরে জানা গেল, অজয় দেবগনের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘কৌশলী’ এক জবাবও দিয়েছেন নির্মাতা করণ জোহর।
সমস্যার শুরু ভিন্ন জায়গায়। অজয় দেবগনের আলোচিত ছবি ‘শিবে’ এবং করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তির দিন একই পড়ে গিয়েছিল। এ নিয়ে আলোচনা তো ছিলই। তবে কয়েকদিন আগেই অজয় অভিযোগ করেন, স্বঘোষিত ‘তারকা’ কেআরকে ওরফে কামাল আর খানকে দিয়ে ‘শিবে’ ছবিটির প্রতি নেতিবাচক প্রচারণা চালানোর জন্য ২৫ লাখ রুপি ঘুষ দিয়েছেন করণ। টুইটারে এই সংক্রান্ত একটি অডিও আলাপ প্রকাশও করে দিয়েছেন অজয়। আর এই বিষয়ে কেআরকে বরাবরের মতো বিভিন্ন কটূক্তিমূলক এবং শ্লেষ মাখানো বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করে চলেছেন।
শুধু সামাজিক মাধ্যমে পোস্টই নয়, আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিবৃতিও দিয়েছেন অজয়। ‘আমি ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছি ২৫ বছর ধরে। একশোরও বেশি ছবিতে সম্পৃক্ত হয়েছি। আমার বাবা ছিলেন একজন পেশাদার অ্যাকশন ডিরেক্টর এবং এই ইন্ডাস্ট্রির সঙ্গে আমার সম্পর্ক অনেক আবেগে মোড়া। এই বিষয়টি আমাকে খুব কষ্ট দেয় যে কামাল আর খানের মতো লোকেরা এই ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং অন্যায়ভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন ছবি নিয়ে বাজে কথা বলছে যা নির্মাতাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ এমন বিষয়কে সমর্থন জুগিয়ে চলছে এবং ভাবমূর্তি নষ্ট করছে, এ বিষয়টি মেনে নেওয়া আরো কষ্টকর। আমি স্পষ্টভাবে দাবি রাখছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক যে করণ জোহর এই বিষয়টির মধ্যে জড়িত ছিলেন কি না’—বিবৃতিতে অভিযোগ প্রকাশে ছাড় দেননি অজয়।
অজয়ের অভিযোগের জবাব কেআরকে দিয়েছেন এভাবে যে তিনি অডিওবার্তায় যে অর্থের কথা উল্লেখ করেছেন তা স্রেফ কথার ছলে বলা। তিনি করণ জোহরের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন।
করণ জোহর এ বিষয় নিয়ে তাৎক্ষণিক জবাব না দিলেও বেশ মাপা উত্তর দিয়েছেন পরে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য, ‘আমার আত্মসম্মানবোধ, পরিচিতি, প্রতিষ্ঠানের সুনাম এবং বেড়ে ওঠার পরিসর কখনোই এ রকম একটি প্রশ্নকে উত্তরের মাধ্যমে গুরুত্বপূর্ণ করে তোলার অনুমতি দেয় না।’
চলতি বছরের ২৮ অক্টোবর ‘শিবে’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন