অঝোরে কাঁদলেন মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল সময়টি এসেছে অধিনায়ক মাশরাফির হাত ধরে। ফাস্ট বোলার হিসেবে একজনকে বোলারকে অনেক ফিট হতে হয়। কিন্তু ডাক্তারের ছুরি-কাচির নিচ থেকে বারবার ফিরে এসেছেন ক্রিকেট পাগল বাঙ্গালীদের কিছু দেবেন বলে। মেধা-মননশীলতা ও উদার নেতৃত্বের গুণাবলী দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ক্রমেই নিয়ে যাচ্ছেন সাফল্যের শিখরে। মাশরাফি দলের প্রতিটি খেলোয়াড়কে সর্বদাই উজ্জীবিত রাখেন উৎসাহ, উদ্দীপনা, বন্ধুত্ব আর নিজের উদারতার ছোঁয়া দিয়ে।
আগেও বহুবার বলেছেন বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড় তার কাছে একটা পরিবারের সদস্যদের মতো। ১৯ মার্চ বাংলাদেশ ক্রিকেটে অধ্যায়ে যোগ হয়েছে কলঙ্কিত একটি অধ্যায়। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ফর্মে থাকা তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে সম্ভবত সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে অধিনায়ক মাশরাফির বুকে। তাই তো সংবাদ সম্মেলনে তার চোখে পানি দেখা গেছে। আর সংবাদ সম্মেলন শেষে অঝোরে কাঁদলেন এই টাইগার দলপতি।
সানীর বোলিং অ্যাকশন অবৈধ মানতে পারলেও তাসকিনেরটা মানতে পারছে না কেউই। তাসকিনকে অবৈধ ঘোষণা করে আইসিসি তার নিজের আইনই ভঙ্গ করেছে বলে অভিয়োগ ক্রিকেটবোদ্ধাদের। বিশ্বকাপের জন্য তাসকিন-সানীদের নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছিলেন মাশরাফি। কিন্তু তাদের সাম্প্রতিক নিষেধাজ্ঞার জন্য নতুন করে ভাবতে হবে মাশরাফিকে। আর এতদিন দলের সঙ্গে থাকা প্রিয় দুই সতীর্থকে হারানোয় সংবাদ সম্মেলনে চোখের পানি ধরে রাখতে পারেননি অধিনায়ক মাশরাফি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন