অঞ্জন ক্ষমা না চাইলে মানহানির মামলা
ভারতের অসমে নির্বাচনে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমলকে বিজেপি ১৫০ কোটি টাকা দিতে তৈরি আছে বলে অভিযোগ করেছেন অসম প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট অঞ্জন দত্ত।
গতকাল (শনিবার) অসম প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট অঞ্জন দত্ত চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি পুলিশের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করেছেন,‘অসমে এআইইউডিএফ যাতে ১২৬ টি কেন্দ্রেই প্রার্থী দেয় সেজন্য বিজেপি তাদের ১৫০ কোটি টাকা দিতে তৈরি।’ সংখ্যালঘু ভোট বিভাজনের জন্য বিজেপি এবং এআইইউডিএফ-এর মধ্যে গোপন বোঝাপড়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অঞ্জন।
এদিকে মাওলানা বদর উদ্দিন আজমল অবশ্য অঞ্জন দত্তের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি কংগ্রেস প্রেসিডেন্ট অঞ্জন দত্তের বিরুদ্ধে বিরুদ্ধে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। দেড়শ’ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে হুমকি দিয়ে তিনি বলেছেন ‘হয় প্রকাশ্যে ক্ষমা চান, নইলে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হন।’ অঞ্জন দত্তকে তিনি তার অভিযোগের স্বপক্ষে প্রমাণ পেশ করার জন্য ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছেন।সূত্র: রেডিও তেহরান
বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ অবশ্য শুক্রবার অভিযোগ করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বদরউদ্দিন আজমলের সঙ্গে গোপন রফায় যাচ্ছেন। এক ধাপ এগিয়ে রাজ্য বিজেপি’র প্রেসিডেন্ট সর্বানন্দ সানোয়ালের বক্তব্য, ‘ক্ষমতার লোভে আজমলকে উপ-মুখ্যমন্ত্রী করতেও আপত্তি নেই তরুণ গগৈয়ের।’
এআইইউডিএফকে নিয়ে এভাবে পাল্টাপাল্টি দাবির মধ্যেই কংগ্রেস প্রেসিডেন্ট অঞ্জন দত্ত গুরুতর অভিযোগ করে এআইইউডিএফ-বিজেপি’র মধ্যে দেড়শ’ কোটি টাকার রফা হতে চলেছে বলে দাবি করেন। গেরুয়া ব্রিগেড বদরউদ্দিন আজমলকে প্রতিটি নির্বাচনী কেন্দ্র পিছু এক কোটি টাকার প্রস্তাব দিয়েছে বলে দাবি করায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, উপ-মুখ্যমন্ত্রী পদ নিয়ে সমঝোতা প্রসঙ্গে এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমল বলেন, ‘উপ-মুখ্যমন্ত্রী পদের বিনিময়ে কংগ্রেসের সঙ্গে তার দলের গোপন রফা হয়েছে বিজেপি’র প্রচারণা মূলত ভোট মেরুকরণের অপপ্রয়াস। রাজ্যে উপ-মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্বাচনের পরেই স্থির হবে। বিজেপি’র কুমতলব হল, মাওলানা বদরউদ্দিন আজমলের মত দাড়ি-টুপি থাকা লোক যদি উপ-মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে বলে অপপ্রচার চালানো যায় তাহলে আকাশ-পাতাল এক হয়ে যাবে।’ তিনি কংগ্রেস এবং বিজেপিকে অসমের শত্রু বলেও অভিহিত করেছেন। সব মিলিয়ে এআইইউডিএফকে নিয়ে অসমের রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন