অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন ভারতের ক্রিকেটার জসপ্রীত বুমরাহর ঠাকুরদা!
জসপ্রীত বুমরাহ এখন ভারতের জাতীয় ক্রিকেট দলের উঠতি তারকা। নিয়মিতই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আলো ছড়াচ্ছেন এই পেসার। কিন্তু আলোর নীচেই যেন অন্ধকারের বসবাস! বুমরাহর ঠাকুরদা সন্তোখ সিং ৮৪ বছর বয়সে জীবিকা নির্বাহ করতে অটো চালাচ্ছেন! আশ্চর্য লাগলেও এটাই বাস্তব সত্য!
ভারতের উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার একটি হাউজিং ডেভলপমেন্ট কলোনিতে ভাড়া থাকেন সন্তোখ। কিন্তু বুমরাহ ঠাকুরদার অবস্থা মোটেই এতটা শোচনীয় ছিল না। আহমেদাবাদেই থাকতেন সন্তোখ। তিনটি কারখানার মালিক ছিলেন তিনি। বুমরাহর বাবা জসবীর সিং ও তিনি একসঙ্গে ব্যবসা চালাতেন।
২০০১ সালে জন্ডিসে প্রাণ হারান জসবীর। সন্তানের মৃত্যুশোকে নিজেকে সামলাতে পারেননি সন্তোখ। তিনি ভেঙে পড়েন। রীতিমতো আর্থিক সংকটের মধ্যেই ব্যাংক থেকে লোন নিয়ে কারখানাগুলি বিক্রি করে দেন সন্তোখ।
এরপর তিনি চলে আসেন উত্তরাখণ্ডে। এখানে এসে ৪টি অটো কেনেন তিনি। রুদ্রপুর থেকে কুচ পর্যন্ত চালান। অটো চালিয়ে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা বদলালেও, আবারও পরিবারে অর্থাভাব দেখা দেয়। বুমরাহর ঠাকুরদা তখন ৩টি অটো বিক্রি করে দেন।
বাবার মৃত্যুর পরেই বুমরাহ ও তার মা ঠাকুরদার বাড়ি ছেড়ে চলে আসেন। এরপর আর কখনও দেখা হয়নি তাদের। কিন্তু ঠাকুরদা বুমরাহর ছোটবেলার ছবি হাতে নিয়েই নাতির জন্য প্রার্থনা করেন। বুমরাহর জন্য গর্বিত সন্তোখ। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, একদিন তার নাতি দেশের মুখ উজ্জ্বল করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন