অতিতের স্মৃতি মনে করিয়ে দিবে ‘মেঘকন্যা’
জীবন চলার পথে আমরা পিছনের অনেক কিছু ভুলে যায়। আর সেই পিছনের স্মৃতিকে মনে করিয়ে দিতে পরিচালক মিনহাজুল ইসলাম প্রথম বারের মতো নির্মান করছেন ছবি ‘মেঘকন্যা’। ছবিটির মূল ভূমিকায় রয়েছেন দেশের খ্যাতিমান অভিনেতা চিত্রনায়ক ফেরদৌস। আর এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা শিমুল খান।
গত নভেম্বর থেকে ছবির স্যুটিং শুরু হয়। দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ছবির দৃশ্য ধারণের কাজ চলে। এখন শুধু বাকি রয়েছে ছবির এ্যকশনের কাজ। আর এই সব কিছু ঠিক থাকলেই ঈদের পর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপাবে।
‘মেঘকন্যা’ নিয়ে পরিচালক মিনহাজুল ইসলাম বলেন, প্রতিটি মানুষের জীবনে পিছনে কোন না কোন স্মৃতি রয়েছে যা আমরা ভুলে যায়, খেয়াল রাখতে পারিনা। দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ছবির দৃশ্য ধারণের কাজ করেছি। আমার পুরো ইউনিক অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস দর্শক ব্যাতিক্রম একটি সিনেমা দেখতে পাবেন।
নায়ক ফেরদৌস বলেন, গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এমন গল্প পাওয়া যায়না। অনেক ভালো কাজ করেছে সবাই। আশা করি দর্শক ব্যাতিক্রম কিছু দেখতে পাবে।
অভিনেতা শিমুল খানবলেন, প্রথমত ধন্যবাদ মিনহাজুল ইসলামকে। তিনি আমাকে এমন একটি ছবিতে যুক্ত করেছেন। আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে। দর্শক দেখলে বুঝতে পারবেন। অবশ্যই ভালো কিছু পাবেন।
এই ছবিতে অভিনয় করেছেন, নায়ক ফেরদৌস, নিঝুম, শিমুল খান, সুচরিতা সহ আরো অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন