অতিথি তাড়াতে আমির কী বলেন?

ধরুন বাড়িতে কোনো পার্টি চলছে। অতিথিতে পরিপূর্ণ। জমজমাট আবহাওয়া। এমন অবস্থায় অতিথিদের চলে যেতে বলাটা হয়তো একটু বেমানান। কিন্তু মিস্টার পারফেকশনিস্ট আমির খান এ ব্যাপারেও ‘পারফেক্ট’। পার্টি চলাকালে ঘর খালি করার দরকার পড়লে, অতিথিদের উদ্দেশে আমির বলে দেন, ‘আপনাদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগল।’ আর সবাই তখন বুঝে নেন আমির কী বলতে চাচ্ছেন।
অনুষ্ঠান শেষ করতে আমির এক লাইনের এই ছোট্ট বাক্যটি প্রায়ই ব্যবহার করে থাকেন। আর এই কায়দাটি নাকি তিনি রপ্ত করেছেন তাঁর সিনেমা নির্মাতা চাচা নাসির হুসাইনের কাছ থেকে। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সম্প্রতি চাচা নাসির হুসাইনের জীবনীগ্রন্থ ‘মিউজিক মাস্তি মডার্নিটি : দ্য সিনেমা অব নাসির হুসাইন’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক মধ্যাহ্নভোজে যোগ দেন আমির। সেখানে তিনি বলেন, ‘এই বাক্যটি আমি চাচার কাছ অনেক শুনেছি এবং হজমও করেছি। আমরা ছেলেবেলায় প্রায়ই তাঁর ঘরে আড্ডা দিতাম এবং খাওয়াদাওয়া করতাম। তিনি আমাদের খুবই ভালোবাসতেন। কিন্তু তাঁর ঘুমের সময় হলেই একবাক্যে বলে দিতেন, ‘তোমাদের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগল।’
আমির মজা করে বলেন, ‘এই বাক্যটি আমিও ব্যবহার করি। বাসায় অতিথি এলে যখন মনে হয় যথেষ্ট হয়েছে, তখনই বলে দেই, আপনাদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগল। মানে? অনেক হয়েছে। এবার বাসায় যান।’ তাঁর কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েন সবাই।
তবে মজার ব্যাপার হলো, গল্প-আড্ডা শেষে এই অনুষ্ঠানেও একই বাক্য বলেন আমির। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে দেখে চট করে ‘অতিথি তাড়ানো’ বাক্যটি বলেই বিদায় নেন আমির।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন