অতিরিক্ত ওষুধ সেবনে গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়েছে ৩৩ শতাংশ

গত পাঁচ বছরে অতিরিক্ত ওষুধ সেবনে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর ঘটনা বেড়েছে ৩৩%। বেশ কয়েকটি রাজ্যে এই হার ২০০%।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্যমতে, ৩০টি রাজ্যে হেরোইন অসক্তি এবং পেইন কিলারের অপব্যবহারের কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। পেইন কিলারটি আফিম থেকে তৈরি।
নিউ হ্যাম্পশায়ারে মৃত্যুর হার বেড়েছে ১৯১ শতাংশ। অন্যদিকে নর্থডাকোটা, ম্যাসাচুসেটস, কানেকটিকাট এবং মেইনে বেড়েছে ১০০%।
গত বছর ৫২ হাজার মানুষের মৃত্যু হয়েছে অতিরিক্ত ওষুধ সেবনে। এর মধ্যে দু্ই তৃতীয়াংশ মৃত্যুর ঘটনা ঘটে প্রেসক্রিপশনের মাধ্যমে ব্যবহৃত আফিম বা বেআইনী আফিমের অপব্যবহারে। সিনথেটিক আফিমে মৃত্যু বেড়েছে ৭৩%, সংখ্যায় যার পরিমাণ ৯,৫৮০। অক্সিটোসিন এবং ভিকোডিন এর মতো ওষুধের অপব্যবহারে মরেছে ১৭ হাজার ৫৩৬ জন। বেড়েছে ৪%।
তুলনায় গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, ৩৭,৭৫৭ জন। বেড়েছে ১২%। খুন ও আত্মহত্যাসহ বন্দুকের গুলিতে মারা গেছে ৩৬,২৫২ জন। বেড়েছে ৭%।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে হেরোইন, ফ্যান্টানিল এবং প্রেসক্রিপশন পেইনকিলার নেশায় আসক্তির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সূত্র: ফক্স নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন